১ টাকার মোল্লা বলে কি;ল-ঘু;ষি, সাথে সাথে হুজুরের মৃ;;ত্যু

গাছের নিচে বসে গান শুনছিলেন এক কিশোর। এ দৃশ্য দেখে মাওলানা সাহেব তাকে ধ;ম;ক দিয়ে গান শোনা থেকে বি;রত থাকতে বলেন। এই নিয়ে মাওলানা এবং কিশোরের মধ্যে কথা-কা;টাকা;টি হয়। এক পর্যায়ে ওই কিশোর এক টাকার মোল্লা বলে মাওলানাকে কি;;ল-ঘু;;ষি মা;;রে। এ সময় ঘটনা স্থলে মৃ;;ত্যু হয় মাওলানার।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া ২৭নম্বর রোহিঙ্গা শিবিরে এ ঘ;টনা ঘ;টে।

নি;;হ;ত মাওলানা নুরুল হক এবং অভি;যুক্ত কিশোর মোহাম্মদ জাবের উক্ত শিবিরের এ/৩ ব্লকের বাসিন্দা। উক্ত শিবিরের আ;ইন শৃ;ঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ১৬, এপিবিএন কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, শনিবার (২৪ এপ্রিল) দুপুরে মওলানা নুরুল হক মসজিদে জোহরের নামাজ আদায় করতে যাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী রোহিঙ্গা আইয়ুবের ছেলে মো. জাবের ’এফসিএন নং ২৭৬৯০৫’ বাড়ির পাশে আমগাছের নিচে বসে মোবাইলে গান শুনছিল। বিষয়টি দেখে মাওলানা নুরুল হক তাকে এসব থেকে বি;রত থাকতে ধ;ম;ক দেন।

মাওলানার ধ;মকে বি;র;ক্ত হয়ে ওই কিশোর জাবের বৃদ্ধকে এক টাকার মৌলভী বলে তু;চ্ছ তা;চ্ছিল্য করে। এতে নুরুল হক ক্ষি;;প্ত হয়ে কিশোরকে ধা;ওয়া দিয়ে ধ;রে ফেলেন। কিশোর জাবের তখন ‘এক টাকার মোল্লা’ বলেই বৃদ্ধ মাওলানার ওপর ঝাঁ;;পিয়ে পড়ে। সে নুরুল হককে কি;;ল-ঘু;;ষি মা;;রে। এ সময় মাওলানা মাটিতে ঢ;লে পড়েন। পরে তাকে উদ্ধার করে রোহিঙ্গা শিবিরের এনজিও হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধের মৃ;;ত্যু হয়।

এপিবিএন পুলিশ সুপার চিকিৎসকের বরাত দিয়ে জানান, স্ট্রোক করে ওই মাওলানা মৃ;;ত্যু ব;রণ করেছেন। তার শরীরে আ;;ঘা;তের কোনো চিহ্ন পাওয়া যায়নি। আ;ইনশৃ;ঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে.