আমি অভিযুক্তদের সবাইকে নিয়ে জেলে যাবো, একজন পুলিশও পাঠাতে হবে না: বাবুনগরী

হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ‘দেশের নিম্নআয়ের গরিব মানুষকে আর হ’য়;রা’নি ও ক;’ষ্ট না দিয়ে আমার কাছে তালিকা পাঠান। আমি অ;ভিযু’ক্তদের সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে জে’লে চলে যাবো। একজন পুলিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা ল’কডা’উন তুলে নিন।’

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বি’বৃ’তিতে একথা বলেন তিনি। এতে আরও বলা হয়, ‘ল’কডা’উনের অ’জু;হাতে জো;র-জ;বরদ;’স্তি করে যেসব মাদ্রাসা ও হেফজখানা বন্ধ করে কুরআন-হাদিসের চর্চা বন্ধ করে দিয়েছেন, সেগুলো খুলে দিন। যাতে কুরআন-হাদিসের ব্যাপক চর্চার বরকতে দেশের ওপর আল্লাহর রহমত নাজিল হয়।’

জুনায়েদ বাবুনগরী বলেন, ‘পবিত্র রমজান মুসলমানদের জন্য আ’মল করার সেরা সময়। আল্লাহর কাছে আনুগ;ত্য ও গোলা;মি প্রকাশ করা এবং নেকি বাড়নোর জন্য গুনা;হগার বা’ন্দার আপন স’ত্তা ও অহং বিলীন করার মাস এই মাহে রমজান। অথচ এ মাসেই বাংলাদেশে জু’লু;ম, গ্রে’ফ’তার, ‘নি;;র্যা;ত’ন চালানো হচ্ছে। ’

তিনি বলেন, ‘তা;’ণ্ড;ব ও ভা;;ঙচু;র’-এর অ’ভিযো’গে সারাদেশে গত আট বছরে যত মা’ম’লা হয়েছে, তার সবই অ’বৈধ, ষ’ড়;য’ন্ত্রমূ’লক ও ‘মি’থ্যা। বিনা শ’র্তে ষ;ড়’যন্ত্রমূ’লক এসব মি’থ্যা মাম’লা বাতিল করুন, কা’রাব’ন্দি আলেম-ওলামাদের মু’ক্তি দিন। এই রমজান মাসে রিমা’ন্ডে নেওয়া আলেম-ওলামাদের বিধর্মী এবং অবিশ্বাসীদের দিয়ে জি;জ্ঞাসাবাদ করাবেন না।