তালিকা পাঠান, অ’ভিযু’ক্তদের নিয়ে জে’লে যাবো: বাবুনগরী

সরকারের উদ্দেশে হেফাজতে ইস’লামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, দেশের নিম্নআয়ের গরিব মানুষকে আর হয়’রানি ও ক’ষ্ট না দিয়ে আমা’র কাছে তালিকা পাঠান। আমি অ’ভিযু’ক্তদের সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে জে’লে চলে যাবো। একজন পু’লিশও পাঠাতে হবে না। এর বিনিময়ে আপনারা লকডাউন তুলে নিন।

আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইস’লামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী এ কথা বলেন।বাবুনগরী বলেন, এই রমজান মাসে রি’মান্ডে নেওয়া আলেম-ওলামাদেরকে বিধ’র্মী এবং অবিশ্বা’সীদের দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন না। তারা এই সকল হযরতদের সঙ্গে খুবই নিষ্ঠুর ও অ’পমানজনক আচরণ করছে। মহান আল্লাহ্ রাব্বুল আলামীন এসব বরদাস্ত করবেন না।

বাবুনগরী আরও বলেন, রাসূল (সা.) বলেছেন, মাহে রমজান হল সাহায্য সহানুভূতির মাস। বাকি এগারো মাসের তুলনায় রমজান মাসে সকল ধরনের ইবাদত-বন্দেগীর ফযিলত অনেক গুণ বেশি। অথচ এই মাসেই বাংলাদেশে জুলুম, গ্রে’প্তার, নি’র্যাতন চালানো হচ্ছে শত শত হেফাজত নেতাকর্মী, আলেম-ওলামা, ছাত্র ও তৌহিদী জনতার ওপর।