বিস্ফোরক মামলায় মাওলানা রফিকুল রিমান্ডে

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার বিস্ফোরক মামলায় মাওলানা রফিকুল ইসলাম মাদানীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে কোতোয়ালি থানার মামলার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম মাদানীর ১০ দিনের রিমান্ড আবেদন করেন ভার্চুয়াল আদালতে। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হাই একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

নেত্রকোনার পূর্বধলার নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর ২৯ মার্চ ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়ের করা বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখানো হয় রফিকুল ইসলামমে। অন্য মামলায় রফিকুল ইসলাম মাদানী কাশিমপুর কারাগারে রয়েছেন।

আরো পড়ুন: টুইটারে মঙ্গলবার নবরাত্রির অষ্টমীর প্রসাদের ছবি পোস্ট করতেই কটাক্ষের তির ধেয়ে এল কঙ্গনারি দিকে। নানা পদের সঙ্গে প্রসাদের থালায় রাখা পেঁয়াজ চোখ এড়িয়ে যায়নি নেটাগরিকদের। কঙ্গনা যদিও পোস্টে জানিয়েছিলেন, অষ্টমীর উপোস করছেন তিনি।

এই খাবার তার পরিবারের জন্য। তবে তাতেও ছাড় পাননি অভিনেত্রী। নেটাগরিকদের একাংশ হিন্দুত্বের পাঠ পড়ালেন অভিনেত্রীকে। একজন লিখলেন, প্রসাদের থালায় পেঁয়াজ থাকা উচিত নয়, কেউ আবার প্রশ্ন তুললেন, প্রসাদে পেঁয়াজ? আপনি নিশ্চিত যে আপনার বাড়িতে নিয়ম মানা হচ্ছে?

নিজের ধর্মের রীতিনীতিগুলি কঙ্গনা জানেন না বলেও দাবি করেন অনেকে। এই পোস্টের কিছুক্ষণের মধ্যেই টুইটারে ট্রেন্ড করতে থাকে ‘#অনিয়ন’। কঙ্গনার পোস্টের মন্তব্যস্থান ভরে যায় নানা রকমের কটূক্তিতে।

বেগতিক দেখে এর পর আরও একটি পোস্ট করেন কঙ্গনা। সাফাই দিতে গিয়েও প্রথম ধর্ম নিয়ে খানিক খোঁচা দিয়ে মন্তব্য করেন তিনি। তার মতে, হিন্দু ধর্ম অন্যান্য ধর্মের মতো রক্ষণশীল নয়। সেটিই তার সৌন্দর্য। তাই তার পরিবার যদি প্রসাদের সঙ্গে পেঁয়াজ খেতে চায়, তা হলে সেটা নিয়ে বিদ্রূপ করা অর্থহীন।