বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনের বি;রু;দ্ধে ধ;;র্ষ;ণের অভি;যোগ করেছেন এক ত;রু;ণী। সোমবার (১৯ এপ্রিল) রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় মা;মলা রু;জুর আবেদন করেন তিনি।
অভি;যোগে তিনি উল্লেখ করেন, বিয়ের প্র;লো;ভ;ন দেখিয়ে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর ছাত্রলীগ সভাপতি জসীম জো;র করে নগরীর ২৯নং ওয়ার্ডস্থ ইছাকাঠীতে ত;রু;ণীর বাসায় ঢু;কে তাকে ধ;;র্ষ;ণ করে। এতে সে গ;;র্ভ;ব;তী হয়ে পড়লে জসীম তাকে গ;;র্ভ;পা;তের ওষুধ খাওয়াতে থাকে এবং একপর্যায়ে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে গ;;র্ভ;পা;ত করায়।
এরপর এরকাধিকবার জসীম ঢাকায় হোটেলে, ওই ত;রুণীর বাসা এবং নগরীর চাংপাই রেস্টুরেন্টে নিয়েও তাকে ধ;;র্ষ;ণ করে। এরপর বিয়ের জন্য চা;প দিতে থাকলে সর্বশেষ চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় ওই ত;রু;ণীর বাসায় গিয়ে রাত কা;টিয়ে দুই দিনের মধ্যে বিয়ে করার প্র;তিশ্রু;তি দেয়। দুইদিন পর পুন;রায় বিয়ের জন্য চা;প দেয়া হলে জসীম ওই ত;রুণীকে জানায়, সে বিয়ে করেছে এবং তাকে বিয়ে করা সম্ভব না। এরপর অভি;যোগকারী ত;রুণী মা;নসি;কভাবে ভে;ঙে পড়েন এবং থানায় মামলার আবেদন করেন।
অপর একটি সূত্র জানিয়েছে, ওই ত;রুণী সম্প্রতি নগরীর সাগরেদিতে জসীম উদ্দিনের বাসায় গিয়ে বিয়ের জন্য হ;ট্ট;গো;ল করেন। এরপরই জসীম অন্য একটি মেয়েকে বিয়ে করেন।
এই বিষয়ে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিন জানান, অভি;যোগকারী মেয়ে তার আ;ত্মীয়। দু’দিন আগে আমি বিয়ে করেছি। বিয়ের খবর জানার পর আমার রাজনৈতিক প্র;তিপ;ক্ষরা আমাকে হে;;য় প্র;তি;প;ন্ন করতে ওই মেয়েকে ব্যবহার করছে।
বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, অভি;যোগ গ্রহণ করা হয়েছে। ঘট;নার তদন্ত চলছে। সত্যতা যাচাইয়ের পর মা;মলা সিদ্ধা;ন্ত নেয়া হবে।