ডা. জেনির বি;রুদ্ধে ক;ঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিলো পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

চলমান ‘কঠোর লকডাউনে’ পরিচয়পত্র দেখতে চাওয়ায় পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে বা;কবিত;ণ্ডায় জড়ানো নারী চিকিৎসক ডা. সাঈদা শওকত জেনির বি;রু;দ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।

বিবৃতিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ওই নারী চিকিৎসক যেসব শব্দ প্রয়োগ করেছেন তা অরু;চিক;র ও ল;জ্জাজ;নক। তিনি কর্তব্যরত পুলিশ কর্মকর্তাদের ‘তুই’ বলে সম্বোধন করেছেন। পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদের প্রতি একজন চিকিৎসকের অপেশাদার ও অরু;চিক;র আ;চরণে পুলিশের প্রতিটি সদস্য ম;র্মা;হ;ত।

বি;বৃতিতে আরও বলা হয়, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এই ঘট;নার তী;ব্র নি;ন্দা ও প্র;তি;বা;দ জানাচ্ছে। নিজ মন্ত্রণালয়ের বৈধ আদেশ লং;ঘন ও কর্তব্যরত ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কর্মকর্তাদের সাথে অসৌজন্যমূলক আচরণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কাছে ওই চিকিৎসকের বি;রু;দ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন জো;র দাবি জানাচ্ছে।

গতকাল (১৮ এপ্রিল) লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর এলিফ্যান্ট রোডে পরিচয়পত্র দেখতে চাওয়ায় ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বা;গবিত;ণ্ডায় জড়ান নারী চিকিৎসক ডা. সাঈদা শওকত জেনি। বা;গবিত;ণ্ডার সেই ভিডিওটি পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।