ফেনীতে পুলিশের সঙ্গে যু;বকের হা;তাহা;তি- ভিডিও ভাইরাল

লকডাউন চলাকালে ফেনীতে পুলিশের সঙ্গে এক যুব;কের হা;তাহা;তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। শহরের ট্রাংক রোডের মডেল হাই স্কুলের সামনে ওই যুব;ককে আ;ট;কের সময় পুলিশের সঙ্গে হা বা;গবি;ত;ণ্ডা করতে করতে দেখা যায়।

ভিডিওতে দেখা যায়, সদর উপজেলার মোটবী ইউনিয়নের ভূঞারহাট এলাকার বাসিন্দা শহীদ মাস্কবিহীন রিকশাযোগে শহরের উকিলপাড়া থেকে ট্রাংক রোডের দিকে আসছিলেন। তার রিকশাটি মডেল স্কুলের সামনে ফেনী মডেল থানার দায়িত্বরত উপ পরিদর্শক (এসআই) যশোমন্ত মজুমদারসহ পুলিশ সদস্যরা গ;তি;রো;ধ করে। কেন তার গ;তিরো;ধ করা হল বলে ওই যু;বক; চিৎ;কার করে বলতে থাকে- ‘অন্য রিকশা ছে;ড়ে দি;ছস। আমার রিকশা কেন ধ;রা হয়ে;ছে।’

একপর্যা;য়ে তাকে রিকশা থেকে জো;রপূর্ব;ক নামা;নোর পর ওই যু;ব;ক গা;লম;ন্দ করতে থাকেন। পুলিশ তাকে ‘পা;গল’ আখ্যা দিলে কেন পাগ;ল বলা হয় তার কারণ জানতে চায় যু;বক। তার হাতে হা;ত;ক;ড়া লাগা;নোর চে;ষ্টা করলে চার পুলিশ সদস্যের সাথে ধ;স্তা;ধস্তি হয়। তখন ওই যুব;ক বারবার বলতে থাকে- ‘এ দেশ পুলিশের দেশ।’

স্থানীয়রা জানায়, পুলিশের সাথে মা;রা;মা;রিতে লিপ্ত হওয়া ওই যুব;কের নাম শহিদ। তিনি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বাসিন্দা এবং যুবলীগের স;ক্রি;য় সদস্য।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ওমর হায়দার জানান, রোববার ফেনী শহরের ট্রাংক রোডস্থ মডেল স্কুলের সামনে থেকে অটক যু;বক শহীদের মা;ন;সি;ক সমস্যা রয়েছে। তাকে হাজতখানায় রাখার পর শো;রচি;ৎকার করে সবাইকে অ;স্থির করে তোলে। একপর্যায়ে তার স্বজনদের ডেকে আনলে তারা মা;নসি;ক সমস্যার কথা জানায়। পরে মু;চলে;কা নিয়ে তাকে পরিবারের জি;ম্মায় ছে;ড়ে দেয়া হয়েছে।

ভিডিওটি দেখতে ক্লিক করুন