আলেমদের গ্রেফতার করতেই লকডাউন দেওয়া হয়েছে: চরমোনাই পীর

আলেমদের গ্রেফতারের কারণে লকডাউন প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। রবিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে চরমোনাই পীর বলেন, ‘দেশের নি;রী;হ নি;রা;পরা;ধ আলেমদের গ্রেফতার ও হ;য়রা;নির কারণে সরকারের চলমান লকডাউন ক;ঠোরভাবে সমা;লোচিত হয়েছে। যে মুহূর্তে ম;হামারি প্রকট আকার ধারণ করছে, সাধারণ মানুষের জীবনযাত্রা চ;রম দু;র্বি;ষ;হ হয়ে উঠছে। সর্বত্র মানুষ আ;ত;ঙ্কি;ত; এ পরিস্থিতিতে আলেমদের অযথা হ;য়;রা;নি-নি;র্যা;ত;ন কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

তিনি বলেন, ‘দেশে মাদ্রাসা শিক্ষকসহ আলেমদের গণহারে গ্রেফতারের নিন্দা ও প্র;তিবা;দ জানানোর ভাষা নেই।পবিত্র রমজানের শুরুতেই দেশের আলেম ও মাদ্রসা শিক্ষকদের সরকার গণহা;রে গ্রেফতার করছে ও রি;মা;ন্ডে নিয়ে নি;র্যা;ত;ন চা;লাচ্ছে। সরকারের এই আ;চর;ণ অ;ত্যন্ত অমা;ন;বিক ও দুঃ;খজ;নক।’

মুহাম্মদ রেজাউল করীম আরও বলেন, ‘গত কয়েকদিনে সারাদেশে শত শত নি;রী;হ আলেম, শিক্ষক ও ছাত্রকে গ্রেফ;তার করা হয়েছে। যেকোনও ইসলামবি;রো;ধী ইস্যুতে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্র;তিবা;দ করা দেশের আলেমদের নৈতিক দায়িত্ব। তাদের এই দায়িত্ব পালনে বা;ধা দান ও গ্রেফতার মেনে নেওয়া যায় না।’