দেশে প্রথমবারের মতো সি;জা;র অপা;রেশ;ন করে এক রোহিঙ্গা যুব;কের পে;ট থেকে ৩৯ পোট;লা ই;য়া;বা বের করা হয়েছে। শুক্রবার কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাম মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে এ ঘ;টনা ঘ;টে।
রোহিঙ্গা যুব;ক জাকির হোসেন কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর এক নম্বর ব্লকের মোহাম্মদ ইলিয়াছের ছেলে। তার পে;টে পাওয়া পো;টলায় ১৯৫০টি ই;য়া;বা ছিল।
চকরিয়া থানার এসআই মো. কামরুজ্জামান জানান, ক্যাম্পে কর্মরত এমএসএফ নামক একটি এনজিওর প্রতিনিধিরা শুক্রবার জাকিরকে হাসপাতালে নিয়ে যান। প্রথমে আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পে;টের ভেতর কোনো বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হলে সি;জা;র অপা;রেশ;নের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, পা;য়ুপ;থ দিয়ে ই;য়া;বা বের করার ঘট;না অ;হর;হ কিন্তু সি;জা;র অপা;রেশ;ন করে ই;য়া;বা বের করা হলো এই প্রথম। হাসপাতাল কর্তৃপক্ষসহ সবাই অ;বা;ক।
তিনি আরো জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়ে ডাক্তারদের উপস্থিতিতে ই;য়া;বাগুলো জ;ব্দ করা হয় এবং ওই রোহিঙ্গা যু;বকের বি;রু;দ্ধে মা;দ;কদ্রব্য নি;য়ন্ত্রণ আ;ইনে মাম;লা করা হয়। পুলিশ পাহা;রায় তার চিকিৎসা চলছে। পরবর্তীতে আ;দালতের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।