২ সন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর

অভাব-অনটনে দিন পার করছে মালয়েশিয়াপ্রবাসী গাজীপুরের মৃ;;ত লিয়াকতের পরিবার। পরিবারের একমাত্র আয় রোজগারের সম্বল প্রবাসী লিয়াকত আলী মা;;রা যাওয়ার পর স্ত্রী দুই সন্তান নিয়ে তাদের খেয়ে না খেয়ে দিন যাচ্ছে।

পরিবারের দাবি, সরকার যদি তাদের একটু সহযোগিতা করে তাদের বাংলাদেশের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে যে ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেয়ার কথা রয়েছে। এ অনুদান পেলে কিছুটা হলেও চলতে পারবে ২ সন্তান নিয়ে। এমনটাই জানিয়েছেন মৃ;;ত লিয়াকত আলীর স্ত্রী সুমি আক্তার লাকী।

দীর্ঘ ৮ বছর বৈধ অবস্থায় মালয়েশিয়ায় ছিলেন লিয়াকত আলী। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ভর্তি করা হয় দেশটির ইপু জেলা হাসপাতালে। চিকিৎসক পরীক্ষা করে বলেন লাঞ্চে পানি জমেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসী লিয়াকত আলী গত ১৯ জানুয়ারি মৃ;;ত্যুব;রণ করেন।

দূতাবাসের সহায়তায় সম্পূর্ণ সরকারি খরচে লিয়াকতের লা;;শ দেশে পৌঁছায় ৫৫ দিন পরে। দীর্ঘ সময় পরে প্রবাসী লিয়াকত আলীর লা;;শ পরিবারের কাছে পৌঁছালে আত্মীয়-স্বজন কা;;ন্নায় ভে;;ঙে পড়ে।

সরকারি খরচে লিয়াকত আলীর লা;;শ দেশে আসলেও অনেকটা নিঃ;স্ব হয়ে গেছে পরিবারটি। ৫৮ দিন পরে হলেও লিয়াকত আলীর লা;;শ পেয়ে সন্তো;ষ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন।