তেজপাতা ব্যবহারে মাত্র ১ দিনেই চুল পড়া বন্ধ করুন

তেজপাতা এক প্রকারের উদ্ভিদ, যার পাতা মসলা হিসাবে রান্নায় ব্যবহার করা হয়। এর বৈজ্ঞানিক নামঃ Cinnamomum tamala। এই গাছটি মূলত ভারত,নেপাল,ভুটান ও চীনের।গাছটি ২০ মিটারের বেশি লম্বা হতে পারে।চুল পড়া কমাতে তেজপাতার গুণাগুণ অপরিসীম । চুল পড়া কমাতে তেজপাতা যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে।

তেজপাতার গুনাগুণ
তেজপাতা অরুচি দূর করে।
মাড়ির ক্ষত দূর করে।
এর বাকল থেকে যে সুগন্ধি তেল পাওয়া যায় তা সারান উৎপাদনে কাজে লাগে।
ঘামাচি সারায় তেজপাতা ব্যবহার হয়।

পদ্ধতিঃ
১। ১৫ থেকে ২০ টি তেজপাতা নিবেন, ১ লিটার পানিতে ফুটাতে থাকবেন ২০ থেকে ২৫ মিনিট পানি ফুটানোর পরে যে পানিটা হবে সেই পানির মিশ্রন আপনার চুলে লাগাবেন এবং চুলে লাগানোর পরে আপনি ৫০ মিনিট থেকে ১ ঘণ্টা অপেক্ষা করবেন। করার পর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেনবেন। এভাবে যদি আপনি প্রত্যেক সপ্তাহে একদিন করে তেজপাতার রস চুলে লাগান তাহলে আপনার চুল পড়া সমস্যা কমে যাবে।

২। ১০-১২ টি কাচা তেজপাতা পাটায় বেঁটে তার স
Edit
Previous
বন্ধুর সুন্দরী স্ত্রী কে পেতে ভ’য়ানক কাণ্ড