স্বামী বিদেশে, সুন্দরী স্ত্রী’ পড়ে ছিলেন বাড়ির বাথরুমে

বগুড়ার আদম’দীঘিতে নিজ বাড়ির বাথরুম থেকে এক মালোশিয়া প্রবাসীর সুন্দরী স্ত্রী’কে অচেতন অবস্থায় উ;দ্ধার করেছে পু’লিশ। পরে হাসপাতা’লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ;ত্যু হয়।

নি’হত তাহমিনা বেগম ওই উপজে’লার নসরতপুর ইউনিয়নের ডুমুরি গ্রামের প্রবাসী জালাল উদ্দিনের স্ত্রী’ ও দুই সন্তানের জননী।রোববার বিকেলে বগুড়া শজিমেক হাসপাতা’লে এ ঘটনা ঘটে। পু’লিশের ধারণা- বিষাক্ত চেষ্টা করেছিলেন তাহমিনা। তবে কী’ কারণে তিনি এমন কা’ণ্ড করেছেন তা জানা যায়নি।

নি;হ;তে;র শাশুড়ি জাহানারা বেগম বলেন, ১০ বছর আগে আমা’র ছে’লে জালাল উদ্দিনের সঙ্গে বিয়ে হয় গোপালগঞ্জের মুকসুদপুর উপজে’লার ঘুনসিগ্রামের ইলিয়াস আলীর মে’য়ে তাহমিনার। তাদের দুটি সন্তান আছে। জালাল চার বছর ধরে মালয়েশিয়ায় আছে।

তিনি আরো বলেন, রোববার দুপুরে তাহমিনাকে আম’রা বাড়ির বাথ;রুমে অ;চেতন অবস্থায় পাই। পরে হাসপাতা’লে নে;য়ার পর জানতে পারি সে ;গ্যাস ট্যাব;লেট সেব;ন ক;রেছেন। ওইদিন বিকেলে হাসপাতা’লেই তার মৃ;ত্যু হয়। আম’রা ধারণা করছি- আমা’র ছে’লের সঙ্গে কোনো কিছু নিয়ে মনোমালিন্যের জে;রে সে এমন কা;ণ্ড করেছে।

শজিমেক হাসপাতাল পু’লি;শ ফাঁড়ির ইন;চার্জ এসআই আ;ব্দুল আ;জিজ ম;ণ্ডল জা;নান, ময়;নাত;দ;ন্ত শেষে সোমবার সকালে তাহমিনার ম;র;দে;হ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এক;টি অ;পমৃ;ত্যু মা’মলা হয়েছে।