হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের দ্বিতীয় শ্ব;শুর ওয়ালিয়ার রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার স্থানীয় আওয়ামী লীগ। এতে হেফাজতে ইসলামের সঙ্গে তার পরিবারের সংশ্লিষ্টতার বিষয়ে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
গতকাল সোমবার আলফাডাঙ্গার ২নম্বর গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন স্বাক্ষরিত দলীয় প্যাডে এই নোটিশ দেয়া হয়।
জানা যায়, হেফাজত নেতা মামুনুলের রি;সোর্টকা;ণ্ডের পর থেকেই আলোচনায় ফরিদপুরের আলফাডাঙ্গার জান্নাত আরা ঝর্ণা। ঝর্ণা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নম্বর ওয়ার্ড সভাপতি মো. ওলিয়ার রহমানের মেঝো মেয়ে। ওলিয়ার রহমান ওই ইউনিয়নের কামারগ্রামের পাশের কুলধর গ্রামের বীর মুক্তিযো;;দ্ধা ও সাবেক সেনা সদস্য। এ ঘটনার পর থেকে মো. ওলিয়ার রহমানের পরিবারের সদস্যবৃন্দ হেফাজত ইসলাম সংগঠনের সাথে সম্পৃক্ত পাওয়ার কারণে তাকে আওয়ামী লীগ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, আপনি মো. ওয়ালিয়ার রহমান, গোপালপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। আপনার বড় জামাতা মো. হাবিবুর রহমান, মেজ জামাতা অর্থাৎ জান্নাত আরা ঝর্ণার সাবেক স্বামী মো. জাফর শহিদুল ইসলাম, সর্বাধিক সমা;লোচিত আপনার মেজ মেয়ে জান্নাত আরা ঝর্ণার কথিত স্বামী মো. মামুনুল হকসহ সবাই উগ্রপন্থী ইসলামী সংগঠনের (হেফাজতে ইসলাম) সঙ্গে জ;ড়িত। আপনার মেয়ে জান্নাত আরা ঝর্ণা অবৈ;ধ কা;র্যকলাপে লি;প্ত। এমনকি আরো জানা যায় যে, আপনার স্ত্রীও জামায়াতপন্থী।
হেফাজত ইসলামের সঙ্গে ওলিয়ার রহমানের পরিবারের সংশ্লিষ্টতার বিষয়ে কখনো দলীয় নেতাকর্মীদের জানাননি তিনি (ওলিয়ার)। তাঁর মাধ্যমে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মপরিকল্পনা প্রকাশ হওয়ার আ;শ;ঙ্কা রয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
ওলিয়ার রহমানকে কেন গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নম্বর ওয়ার্ডের সভাপতির পদ থেকে সাময়িকভাবে বহি;ষ্কার করা হবে না, তার স্বপক্ষে আগামী সাত কর্মদিবসের মধ্যে স;ন্তোষজ;নক জবাব দেওয়ার অনু;রো;ধ করা হয়েছে নোটিশে।
শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন।
আজ মঙ্গলবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযো;;দ্ধা এস এম আকরাম হোসেন কালের কণ্ঠকে বলেন, ওলিয়ার রহমানকে সাতদিনের শোকজ নোটিশ দিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগ। যেহেতু তিনি আওয়ামী লীগের একজন ওয়ার্ড সভাপতি। কারণ তাঁর জামাতা ও মেয়েরা উগ্রপন্থী হেফাজত ইসলামের সঙ্গে জ;ড়িত।
এজন্য ওলিয়ারকে শোকজ নোটিশের জবাব নিয়ে সাতদিনের মধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সমন্বয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। তারপর সকলে বসে তাঁর ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।