ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের চতুর্থ ধা;পে ভোটে ব্যা;পক স;;হিং;স;তার খবর পাওয়া গিয়েছে। কোচবিহারে বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে গো;;লাগু;লির ঘ;টনায় অন্তত চার জন নি;;হ;ত হয়েছে। নি;;হ;ত ৪ জনই তৃণমূল কংগ্রেস কর্মী বলে বলে দাবি। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলে অভি;যোগ করেছেন বাসিন্দারা। মাদ্রাসা বুথে গু;;লি চা;লা;নোর অভি;যোগ।
এদিকে, শীতলকুচিতে প্রচারে গিয়ে ব;ড়স;ড় হা;;ম;লার মুখে পড়;লেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ দিলীপবাবুর দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা থেকে ফেরার সময় তিনি সহ বিজেপি কর্মীদের উপরে হা;;ম;লা চা;লি;য়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা৷
দিলীপবাবুর অভি;যোগ, তাঁর গাড়ি লক্ষ্য করে বোমা, আ;ধলা ইট ছোড়া হয়৷ ইটের আ;;ঘা;তে বিজেপি রাজ্য সভাপতির গাড়ির কাঁ;চও ভা;;ঙে৷ তাঁর হাতে আ;;ঘা;ত লে;গে;ছে বলে দাবি করেন দিলীপ ঘোষ৷