তোমার জন্য ১০ বছর অপেক্ষা করবো রফিকুল ইসলাম মাদানির ফেসবুক চ্যাট ফাঁ’স!

রাষ্ট্রবি’রো’ধী ও উ’স’কা’নি’মূ’লক বক্তব্য এবং বি’শৃ’ঙ্খলা সৃ’ষ্টির অ’ভি’যো’গে ‘শি’শুব’ক্তা’ মাওলানা রফিকুল ইসলামকে আ’ট’ক করেছে র’‌্যাব-১৪। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়া’ইটার দিকে নেত্রকোনার

পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আ’ট’ক করা হয়। আজ বুধবার রা’ষ্ট্রবি’রো’ধী উ’স্কা’নি’মূ’লক বক্তব্য ও বি’শৃ’ঙ্খলা সৃষ্টি’র অ’ভি”যো’গে র‌্যা’ব ‘শিশুবক্তা’ মাওলানা রফিকুল ইসলামকে

নেত্রকোনা থেকে আ’ট’ক করে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সংস্থাটি’র লিগ্যা’ল ও মিডি’য়া উ’ইংয়ে’র সহকারী পরিচা’লক ই’রান খান। এদিকে আ’টকের পর বিকেলে তার বি’রু’দ্ধে গা’জীপু’রের গা’ছা থা’নায় ডিজিটাল নি’রাপ’ত্তা আনে মা’ম’লা হয়েছে বলে জানা গেছে। রফিকুলর ইসলামকে আ’ট’কে’র পর তার মোবাইল ফো’ন ত’ল্লা’শি করে র‍্যাব।

ফোনে ‘আ’প”ত্তি’ক’র’ ভি’ডিও পাওয়া গেছে। এ ছাড়াও গো’প’ন বিয়ে নি’য়েও মিলেছে নানা তথ্য। সূত্র মতে, র‌্যা’বের হাতে আ’ট”কের পর প্রাথমিক জি’জ্ঞা”সাবাদেই রফিকুল জানিয়েছেন, ‘স্যার আমার হুঁ’শ ছিল না। জো’সের কারণে বলে ফেলেছি। বে’হুঁশে থাকলে অনেকে তো অনেক কিছুই বলে ফেলে।’ তবে ভবিষ্যতে তিনি আর এমনটা করবেন না বলে আ’কুতি জানান রফিকুল।

তার মোবাইল ত’ল্লা’শি করে এবং জিজ্ঞা’সাবাদে মাওলানা রফিকুল গত ২০১৯ সালের শেষের দিকে হালুয়াঘাটের আসমা আক্তার নামে এক না’রী’কে গো’প’নে বি’য়ে করেছেন বলে জেনেছে র‍্যা’ব। আসমা আক্তার তার বড় ভাইয়ের স্ত্রী পারভীন আক্তারের চাচাতো বোন। ওই গো’প’ন বিয়ের অন্যতম একজন স্বাক্ষী ছিলেন পারভীন।

রফিকুল এবং আসমার ওই বিয়েরও কোনো রেজি’স্ট্রি হয়নি বলে জানা গেছে। এদিকে গত মঙ্গলবার তিনি আসমাকে বিয়ের জন্য আনুষ্ঠানিকভাবে দেখতে যাতে যান। তবে পাত্রীর বাবা-মা’র পছন্দ হয়নি রফিকুলকে। আনুষ্ঠানিকভাবে বিয়ের জন্য আসমাকে দেখতে গিয়ে ব্য’র্থ হয়ে ফিরে আসার পর ফেসবুক মেসেঞ্জারে আসমাকে তিনি লিখেছেন, ‘প্রয়োজনে তোমার জন্য ১০ বছর অপেক্ষা করব।’

এদিকে মাদানীকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়ার প্রতি’বা’দে আজ বুধবার বিকেলে নেত্রকোনা প্রেস ক্লাব ক্যান্টি’নে সংবাদ সম্মেলন করেছেন হেফাজতে ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা মাদানীর নিঃশ’র্ত মু”ক্তির দাবি করে বলেন, তাকে মু’ক্তি না দেওয়া হলে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আ’লোচনা করে ক’ঠো’র কর্মসূচি দেওয়া হবে।

এর আগে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চ’ত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মো’দিবি’রোধী মি’ছি’ল থেকে রফিকুল ইসলামকে পু’লিশি হে’ফাজ’তে নেওয়া হলেও পরে ছে’ড়ে দেও’য়া হয়।