ক্ষুর বা ব্লেড নয়, সুতো দিয়ে দাড়ি কামান বৃদ্ধ(ভিডিও)

অভাবে নাকি শিল্প হয় না অনেকেই বলে অথচ বই ঘাটলে জানা যায় এমন অনেক শিল্পী রয়েছেন যারা অভাবের মাঝেও সাহিত্য রচনা করেছেন। জীবনও এরকম এক শিল্প, আর অভাবের তাড়নায় যখন সব দুয়া বন্ধ হয়ে আসে তখন মানুষ নিজের জীবনেই শিল্পী হয়ে উঠেন। বেঁচে থাকার পথ খুঁজতে গিয়ে প্রকাশ পায় সৃজনশীলতা।

বিশ্বের তৃতীয় দেশ হয়েও এখানকার মানুষরা কখনো জীবনের কাছে হেরে যেতে শেখেনি। নিজের দরকারগুলো অভাবের মধ্যেও অ’ভিনবভাবে পূরণ করার ক্ষমতা রাখেন তারা। এই যেমন এই বয়স্ক ভদ্রলোককে দেখা গেল নিজস্ব উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে দাড়ি কামাতে।

দাড়ি কামানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো শেভিংব্রাশ ও শেভিংক্রিম। আর কিছু না হলেও অনন্ত একটি ক্ষুর প্রয়োজন। তবে কখনো কি শুনেছেন সুতা দিয়ে দাড়ি কামাতে? কি শুনে অ’বাক হলেন নিশ্চয়? অ’বাক হওয়ারই কথা। তেমনটাই করেছেন ভা’রতের এই ব্যক্তি। আর সেটা একজন ভিডিও করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাই’রাল হয়ে যায়।

ভাই’রাল ভিডিওটিতে দেখা যায় একটি রেজারে যেমন ভাবে ব্লেড বসানো থাকে। ঠিক সেভাবে এই ভদ্রলোক কাঠি আর সুতো দিয়ে একটা ত্রিকোণ গঠন করে নিয়েছেন। আর তারপর তার হালকা টানে দাড়ি কামাচ্ছেন তিনি। দাড়ি কামানোর এই অ’ভিনব পদ্ধতি অ’বাক করে দিয়েছে সকলকে।