যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ বাংলাদেশী একটি পরিবারের ছয় সদস্যের লা’’শ উ’দ্ধার করেছে। পুলিশ ঘ’ট’নাটিকে আ’’ত্মহ’’ত্যা-হ’’ত্যা বলে বর্ণনা করছে।
পুলিশ বলছে, পরিবারের দুই সদস্য আ’ত্মহ’’ত্যার সি’দ্ধা’ন্ত নেয়। সেই সাথে পরিবারের অন্য সদস্যদেরও হ’’ত্যার প’রিক’ল্পনা করে।
অ্যালেন পুলিশ বিভাগ সূত্রে যুক্তরাষ্ট্রের এনবিসি মিডিয়া গ্রুপের টেলিভিশন কেক্সান জানিয়েছে, সোমবার ভোরে অ্যালেনের পিন বাফ ড্রাইভের ১৫০০ ব্লক থেকে লা’’শগুলো উ’দ্ধা’র করা হয়।
পুলিশ আরো জানিয়েছে, মৃ’’ত ব্যক্তিদের বয়স এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তাদের মধ্যে দাদা, বাবা-মা ও তিন সন্তান রয়েছে।
পুলিশ ধারণা করছে, সন্তানদের তরুণ বয়সী দুজন একসাথে আ’ত্মহ’’ত্যার করার এবং পরিবারের অন্যদেরও ‘তাদের সাথে নিয়ে যাওয়ার’ সিদ্ধান্ত থেকে এমন ঘ’ট’না ঘ’টে’ছে।
এ মৃ’’ত্যুগুলোর সময় পুলিশ নিশ্চিত হতে পারেনি, তবে তারা যে বাংলাদেশ থেকে সেখানে যাওয়া তা নিশ্চিত হয়েছে।