মেধাবী তাদেরই বলা হয়, যাদের মেধা বিকশিত হয়।
অর্থাৎ মেধাবী হওয়া মানে নিজের মেধাকে বিকশিত করা। সবার মেধা একভাবে বিকশিত হয় না।
নতুন খবর হচ্ছে, এমবিবিএস ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছেন মিশরী মুনমুন।
তার মোট প্রাপ্ত নম্বর ২৮৭ দশমিক ২৫ (ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে ৮৭ দশমিক ২৫)।
পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে
এসএসসি ও পাবনা অ্যাডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন মিশরী মুনমুন।