লকডাউন: কিন্তু মানুষের ভাতের নিশ্চয়তা দিবে কে?

কোন প্রকার প্রস্তুতি ছাড়াই আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হওয়া সারাদেশে লকডাউনের নিন্দা জানিয়ে আজ রবিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদ এবং ঢাকা মহানগর সংসদ এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ঢাকা মহানগর সংসদের ক্রিয়া সম্পাদক জুয়েল মিয়ার সঞ্চালনায় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারন সম্পাদক হিমাদ্রি শেখর নন্দির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, গত বছরের লকডাউনের ফলে হয়ে যাওয়া ক্ষতি এখনো বাংলাদেশের সাধারণ মানুষ সামলিয়ে উঠতে পারেনি। ভাত-কাপড় এর নিশ্চয়তা না দিয়ে কোন পরিকল্পনা ছাড়াই লকডাউন দেয়া এবং এই যে ১৮টি আইন বাস্তবায়নের সিদ্ধান্তে নেয়ায় বোঝা যায় এই সরকার সাধারণ জনগণের সরকার নয়।

বক্তারা আরো বলেন, গত ১ বছর এর দুর্ভোগ থেকে সরকার কোন শিক্ষা নেননি, মানুষ চিকিৎসার অভাবে হাসপাতালের বাইরে মারা যাচ্ছেন। কোন প্রকার অফিস-আদালত, শিল্পকারখানা বন্ধ না করে বাস ভাড়া ৬০% বাড়িয়ে যে জন দুর্ভোগের সৃষ্টি করেছেন তা একটি স্বৈরাচারী মাফিয়া সরকারের নিদর্শন। এছাড়াও বক্তারা আরো উল্লেখ করেন যে এই করোনা মহামারি সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন অনলাইনে। শিক্ষার্থীদের জন্য শিক্ষা-কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ডিভাইসের ব্যবস্থা গত এক বছরেও তারা করেননি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি এই মূহুর্তে শিক্ষার্থীদের মাথায় এক বিভীষিকা যেখানে তার ভাতের নিশ্চিয়তাই হচ্ছে না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজিফা জান্নাত, ঢাকা মহানগর সংসদের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহমুদা দিপা, সহ-সভাপতি আসিফ জামান, সাংগঠনিক সম্পাদক সাদাত মাহমুদ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাংগঠনিক সম্পাদক রেশমি সাবা।