জনপ্রতিনিধিদের দেখে নেবেন বললেন ইউএনও

মানিকগঞ্জে’র দৌলতপুর উপজে’লায় মাসিক সমন্বয় কমিটির সভায় ইউএনও’র চাঁদাবাজির প্রতিবাদ করায় উপজে’লা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানদের শাসানোর অ’ভিযোগ উঠেছে উপজে’লা নির্বাহী ক’র্মকর্তা মোঃ ইমরুল হাসানের বি’রুদ্ধে।

বুধবার দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর উপজে’লা পরিষদ মি’লনায়তনে শুরু হওয়া মাসিক সমন্বয় কমিটির সভা চলাকালীন সময় দৌলতপুর উপজে’লা চেয়ারম্যান ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের দেখে নেওয়ার হু’মকি দেন তিনি।

জা’না যায়, দৌলতপুর উপজে’লা নির্বাহী ক’র্মকর্তা মোঃ ইমরুল হাসান উপজে’লার ৮টি ইউনিয়নের প্রত্যেকটি বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের ডেকে এনে বিভিন্ন হাট-বাজার, ব্যবসায়ী ও স্থা’নীয় গন্যমান্যদের কাছ থেকে চাঁদা আদায় করে গত ২৬ মা’র্চ মহান স্বাধীনতা দিবস পা’লন এবং দৌলতপুর উপজে’লা স্বা’স্থ্য কমপ্লেক্সে কো’ভিড-১৯ এর ভ্যাক্সিন প্রদানের ক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে ৩০ টাকা করে অর্থ আদায় করার প্রস্তাব তোলা হয় হয় মাসিক সমন্বয় সভায়।

সভায় ইউএনও’র এসব বিষয়ের প্রতিবাদ করেন দৌলতপুর উপজে’লা চেয়ারম্যান ও উপজে’লার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ। এতে ক্ষিপ্ত হয়ে ইউএনও মোঃ ইমরুল হাসান মাসিক সমন্বয় কমিটির সভায় দৌলতপুর উপজে’লা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজাসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের দেখে নেওয়ার হু’মকি দেন। এসময় ইউএনও সামনে থাকা টেবিল চা’পড়ানোর এক পর্যায়ে কয়েকটি চেয়ার ধা’ক্কা দিয়ে ফে’লে অন্যান্য সরকারি ক’র্মকর্তাদের নিয়ে সভা ছে’ড়ে চলে যান।

চরকাটারী ইউপি চেয়ারম্যান বারেক মণ্ডল বলেন, করো’না র ভ্যাক্সিন প্রদানের রেজিস্ট্রেশন বাবদ টাকা উঠানো নিয়ে সমন্বয় কমিটির সভায় ত’র্ক-বিত’র্ক হয়েছে। শফিক চেয়ারম্যান টাকা-পয়সা নিয়ে জো’রালো প্রতিবাদ করায় এক পর্যায়ে সমন্বয় কমিটির সভা পণ্ড হয়ে যায়।

এ প্রস’ঙ্গে চকমিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজে’লা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম শফিকুল ইসলাম তাৎক্ষণিক প্র’তিক্রিয়ায় সাংবাদিকদের জা’নান, বিভিন্ন সময়ে ইউএনও’র চাঁদাবাজি ও চেয়ারম্যানদের অবমাননা করে কথা বলার প্রতিবাদ করায় ইউএনও ক্ষিপ্ত হয়ে চেয়ার টেবিল ধা’ক্কা মেরে ফে’লে দিয়ে সভা ছে’ড়ে চলে যান। এসময় তিনি উপজে’লা সভায় উপস্থিত থাকা ইউপি চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন ‘তোম’রা আমাকে চিন না, আমি তোমাদের দেখে নিব’।

এ বিষয়ে দৌলতপুর উপজে’লা নির্বাহী ক’র্মকর্তা মোঃ ইমরুল হাসানের মুঠোফোনে বারবার ফোন দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।উল্লেখ্য, এর আগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে উপজে’লা নির্বাহী ক’র্মকর্তা মোঃ ইমরুল হাসানের বি’রুদ্ধে চাঁদবাজির সংবাদ প্র’কাশিত হয়। এর জে’র ধ’রে ক্ষিপ্ত হয়ে তিনি গত ২৬ মা’র্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে দৌলতপুর উপজে’লা প্রেসক্লাবে তালা ঝুলিয়ে দেন। এর তিনদিন পর রাতের আধারে প্রেসক্লাবের সাইনবোর্ড সরিয়ে ফেলা হয় এবং তালা ভেঙ্গে আসবাবপত্র, মেশিনারিজ ও প্রয়োজনীয় কাগজপত্র গায়েব করে ফেলা হয়।