পুলিশ-বিএনপি ব্যা’পক সং”ঘ’র্ষে র’ণ’ক্ষে’ত্র নওগাঁ, আ’হত অন্তত ৫০

নওগাঁয় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সং’’ঘ’র্ষের ঘ’ট’না ঘ’টে’ছে। এতে পুলিশসহ অন্তত ৫০ জন আ’হ’ত হন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে শহরের কেডির মোড় এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সং’’ঘ’র্ষের এ ঘ’ট’না ঘ’টে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পুলিশের সঙ্গে সং’’ঘ’র্ষে হেফাজত কর্মী নি’’হ’তের ঘ’ট’নার প্র’তি’বা’দে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমানের নেতৃত্বে বি’’ক্ষো’ভ মি’ছি’ল বের করার চে’ষ্টা করেন নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের বা’ধা দেওয়ার চে’ষ্টা করেন।

এ সময় পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধ’স্তা’ধ’স্তি শুরু হয়। একপর্যায়ে পুলিশ লা’’ঠি’পে’টা শুরু করলে বিএনপির নেতা-কর্মীরা ছত্রভ’’ঙ্গ হয়ে যান।

এ ঘ’ট’নার দুই থেকে তিন মিনিট পর বিএনপির নেতা-কর্মীরা আবারও জ’ড়ো হয়ে দলীয় কার্যালয়ের পূর্ব দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ই’’ট’পা’ট’কে’ল ‘ছু’ড়’তে থাকেন। পরিস্থিতি নিযন্ত্রণে নিতে পুলিশ কাঁ’দা’নে গ্যা’সের শে’ল, রা’বা’র বু’’লে’ট ও ফাঁ’কা গু’’লি ছো’’ড়ে। পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের অন্তত ২০ মিনিট ধ’রে সং’’ঘ’র্ষ চলে।

এতে ব্রিজের মোড়–কলেজ মোড় সড়ক ও কেডির মোড়-ব্রিজের স’ড়ক দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে নওগাঁ সদর থানা ও পুলিশ লাইনস থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হলে বিএনপির নেতা-কর্মীরা রা’স্তা ছে’ড়ে দেন।

জেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা দলীয় কার্যালয়ের সামনে থেকে বি’’ক্ষো’ভ মি’ছি’ল বের করার চেষ্টা করি। কিন্তু পুলিশ কোনো কারণ ছাড়াই বিএনপির নেতা-কর্মীদের লা’ঠি’পে’টা করতে শুরু করে।

বিএনপির নেতা-কর্মীরা কেডির মোড় এলাকা থেকে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে সেখানে পুলিশ কাঁ’দা’নে গ্যা’সের শে’ল, রা’বার বু’’লে’ট ও গু’’লি ছো’’ড়ে। এতে অন্তত ৫০ জন নেতা-কর্মী আ’হ’ত হয়েছেন। পুলিশের গু’’লি’তে আ’হ’ত বিএনপির কর্মী মিলি আখতার ও ছাত্রনেতা আজিজুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের নওগাঁ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।’

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার বলেন, অনুমতি ছাড়াই বিএনপির নেতা-কর্মীরা মি’’ছি’ল বের করার চে’’ষ্টা করেন। ব্যস্ততম সড়ক দিয়ে মি’’ছি’ল নিয়ে যাওয়ার চে’’ষ্টা করলে উপস্থিত সদস্যরা তাঁদের বা’’ধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ই’’ট’পা’ট’কে’ল ছু’ড়’তে থা’কেন।

পরিস্থিতি সা’মা’ল দিতে পুলিশও কাঁ’দা’নে গ্যা’সের শে’ল ও রা’বার বু’’লে’ট ছো’ড়ে। বিএনপির কর্মীদের হা’’ম’লায় ছয় থেকে সাত পুলিশ সদস্য আ’হ’ত হয়েছেন। এ ঘ’ট’নায় মা’মলা করার প্রস্তুতি চলছে। দো’’ষী ব্যক্তিদের গ্রে’প্তার করা হবে।