মোদিবি’রো’ধী বি’ক্ষো’ভে উ”ত্ত’প্ত বায়তুল মোকাররম, মুসল্লিদের সঙ্গে ছাত্রলীগের সং”ঘ’র্ষ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্র’তি’বা’দে আয়োজিত বি’ক্ষো’ভকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় সাধারণ মুসল্লি ও ক্ষ’ম’তাসীন দলের নেতাকর্মীদের মধ্যে দ’ফায় দ’ফায় সং’’ঘ’র্ষ চলছে।

শুক্রবার জুমার নামাজের মোনাজাত শেষে মুসল্লিদের একাংশ মোদিবি’রো’ধী বি’ক্ষো’ভ শুরু করলে এ সং’’ঘ’র্ষ বা’ধে।

জানা গেছে, মুসল্লিরা মোদিবি’রো’ধী স্লো’গা’ন দেওয়ার কিছুক্ষণ পরই ছাত্রলীগের নেতাকর্মীরা মসজিদের উত্তর পাশের ফটকে মি’ছি’লকারীদের ওপর লা’’ঠিসোঁ’টা নিয়ে হা’’ম’লা চালান।

প্রায় পাঁচ মিনিট ধরে তারা মি’ছি’লকারীদের মা’র’ধ’র করেন। এতে বি’ক্ষো’ভকারীরা পিছু হটে মসজিদের ভেতরে ঢু’কে পড়ে। কিছু সময় পর বি’ক্ষো’ভকারীরা ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের ওপর পা’ল্টা হা’’ম’লা চালায়।

এ সময় দুই পক্ষের মধ্যে পা’ল্টাপা’ল্টি ধা’ওয়া চলতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পুলিশ মসজিদের দিকে টিয়ার গ্যাস ও পুলিশ ফাঁ’কা গু’’লি ছো’ড়ে।

বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরা’জ করছে।

এর আগে জুমার নামাজ শুরু হওয়ার আগ থেকেই মসজিদে ক্ষমতাসীন দলের বি’পুলসংখ্যক নেতাকর্মী অবস্থান নেন। কিছু কিছু নেতা–কর্মী মসজিদের চারপাশে সড়কে দাঁ’ড়ি’য়ে ছিলেন। পুলিশ সদস্যের পাশাপাশি র্যােব সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।