মোদি বি`রো’ধী বি`ক্ষো’ভে গু`’লিবি’দ্ধ হয়ে আহত নুরুল হক নুর

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণ বি`রো’ধী বি`ক্ষো’ভ মি’ছি’লে গু`’লিবি`’দ্ধ হয়ে আ`হ’ত হয়ে’ছেন ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর। তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজের একটি পোস্ট থেকে তার গু`’লিবি`দ্ধ হয়ে আ`হ’ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বি’রো’ধী বি’ক্ষো’ভে মতিঝিল শাপলাচত্বরে পুলিশের ছো’ড়া টি’য়ারগ্যা’সে ও রা’বার বু’লে’টে আ’হত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। তবে তিনি বর্তমানে নি’রাপ’দেই আছেন বলে জানিয়েছে ছাত্র অধিকার পরিষদের একাধিক কেন্দ্রীয় নেতা।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে মোদির আগ’মনের বি’রো’ধিতা করে রাজধানীর মুক্তাঙ্গন এলাকা থেকে বি’ক্ষো’ভ মি’ছি’ল শুরু করে ছাত্র ও যুব অধিকার পরিষদ। মি’ছি’লটি মতিঝিল এলাকায় পৌঁছালে পুলিশের সঙ্গে বি’ক্ষো’ভ’কা’রীদের সং’’ঘ’র্ষ বাঁ’ধে। এসময় পুলিশ ফাঁ’’কা গু’লি, টি’য়ারগ্যাস, রা’বার বু’লে’ট ছা’ড়ে। টি’য়ারগ্যাসে আ’হ’ত হন নুর।

ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন জাগো নিউজকে বলেন, ‘নুর বর্তমানে আহত অবস্থায় মতিঝিল এলাকায় আছেন। তবে গু’’লি লেগেছে কি-না সেটা জানি না। তার সাথে আমাদের কিছু সহকর্মী আছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘নুরুল হক নুর গু’’লিবি’’দ্ধ হননি। টিয়ার গ্যাসের কারণে অসু’স্থ হয়ে পড়েন। এখন সু’স্থ আছেন।’

তবে এ প্রসঙ্গে জানতে নুরুল হক নুরকে একাধিকবার মোবাইল ফোনে কল দেয়া হলেও তিনি রি’সিভ করেননি।