কুয়েতে বাংলাদেশীসহ ২ লাখ প্রবাসীর আকামা বা’তিল

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ২০২০ সালের মার্চ থেকে ২০২১ সালের মার্চের মধ্যে, এক বছরে ২০০,০০০ প্রবাসীর একামা বা’তিল হয়েছে ।একটি সুরক্ষা সূত্র জানিয়েছে যে, ক’রো’না’র ভাই’রা’সের স’ঙ্ক’টে

পড়ে দীর্ঘকাল ধরে কুয়েতের বাইরে থাকার কারণে কর্তৃপক্ষ বিশ্বের ২০ টি বিভিন্ন দেশের প্রায় ২০ হাজার প্রবাসীর একামা বা’তিল করেছে। আরবী দৈনিক আল-কাবাস সূত্র অনুসারে, এক বছরের মধ্যে দেশের বাইরে

ছুটিতে গিয়ে নিজ দেশে আ’টকা’ পড়ে একামা শেষ হয়ে গেছে বা মেয়ার্দ উর্ত্তীন হওয়ার কারণে ২০০,০০০ হাজার প্রবাসীর এ’কা’মা হা”রিয়েছে । যাদের মধ্যে ২০টি দেশের নাগরিক রয়েছে । স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রের পরিসংখ্যানে জানা যায়, ১০ মার্চ ২০২০ থেকে ১৫ মার্চ ২০২১ সময়কালে এই ডা’টা সংগ্রহ করা হয়েছে ।

ক’রো’না ম’হা’মারী’তে দেশে আ’ট’কা পড়ে একামা হা’রা’নো সবচেয়ে বেশী প্রবাসী মিশরের, ২য় স্থানে রয়েছে ভারত এবং ৩য় স্থানে রয়েছে বাংলাদেশ ও ফিলিপাইন । সুত্রে বলা হয়েছে যে, দেশের বাইরে থাকা প্রবাসী এবং তাদের একামার মেয়াদ শেষ হওয়ার আগেই নবায়ন করে থাকলে কুয়েত ফিরতে পারবে, সেক্ষত্রে ৬ মাস ১ বছর বা আরো বেশী সময়সীমা ছাড়িয়ে গেলেও কোন স’ম’স্যা হবেনা।