উনি আমাকে ব্য’ক্তিগত আ’ক্রমণ ক’রেছেন: দীঘি

প্রার্থনা ফারদিন দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’ মু’ক্তি পেয়েছে গত ১২ মা’র্চ। মু’ক্তির আগে সিনেমাটি নিয়ে ব্যা’পক জল ঘোলা করেছিলেন সিনেমাটির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু এবং প্রযোজক সিমি ইসলাম কলি। দীঘিকে দুই পয়সার মেয়ে বলে কটাক্ষ করেছিলেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এ মন্তব্য করায় কষ্ট পেয়েছেন দীঘি।

এক সাক্ষাৎকারে এমনটিই জা’নালেন তিনি। দীঘি বলেন, ঝন্টু আংকেল গুরুজন। তাকে এতো সম্মান করি। সে আমা’র ফ্যামিলি নিয়ে কিছু কথা বলেছে। আমাকে নাকি তারা শিক্ষা দিতে পারেনি। সে আমাকে দুই পয়সার মেয়ে বলেছে। এটা আ’সলে কীভাবে? আম’রা তো কাউকে এবিউজ ক’রতে পারি না। উনি (ঝন্টু) আমাকে ব্য’ক্তিগত আ’ক্রমণ ক’রেছেন।

তিনি বলেন, আমি খুব বেশি কষ্ট পেয়েছি জিনিসটাতে। সিনেমা নিয়ে মন্তব্য করা পর্যন্ত ঠিক ছিলো। কিন্তু ফ্যামিলিতে কেন গেলো? আমি এ রকম কোনো ফ্যামিলি থেকে বিলং করি না যে, আমাকে দুই পয়সা বললে আমা’র আশপাশের মানুষ চুপ থাকবে।

ঝন্টু বলেছিলেন, ‘ওর কথা শুনে মনে হয় মেয়েটা মোটামুটি লেখাপড়া করছে। সুন্দর সুন্দর ইংরেজি শব্দ ব্যবহার করে। জ্ঞান নেই তার, জ্ঞান থাকলে নিজে’র ছবি চলবে না এই কথা কেউ বলে!’