পুলিশের গু”লিতে ৯ পোশাক কর্মী আ’হ’ত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল তিব্বতের সামনে বকেয়া বেতন-বোনাসসহ বিভিন্ন দাবিতে স’ড়কে আন্দো’ল’নে নেমেছেন গার্মেন্টস শ্রমিকরা।এ সময় পুলিশের গু”লিতে ৯ পোশাক কর্মী আ’হ’ত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় এ ঘ’টনা ঘ’টে।

আ’হ’তদের মধ্যে রয়েছেন- আমিনা (২৭) নাহিদা (২২) আনোয়ারা (২৫) আনজিলা (২৬) হোসনা আরা (২৭) পারভিন আক্তার (২৮) হাসিনা বেগম (৪০) অঞ্জনা আক্তার (৩০)।

ঢামেকে আ’হ’তদের নিয়ে আসা গার্মেন্টস শ্রমিক ফারুক আহমেদ বলেন, সকাল ১১টায় তেজগাঁওয়ের তিব্বত এলাকায় অ্যাপারেল স্টিচ লিমিটেডে আমরা শ্রমিকরা আমাদের বেতন-বোনাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আ’ন্দো’লন করি। আমরা মালিকের লোকের স’ঙ্গে কথা বলার সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন দিক থেকে পুলিশ আমাদের ওপর গু”লি চালায়। এতে গু”লিবি’দ্ধ হয় অনেকেই। পরে আ’হ’ত অবস্থায় সবাইকে উ’দ্ধা’র করে দুপুরে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গু”লিবি’দ্ধসহ আ’হ’ত নয়জন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।