জর্ডানে অক্সিজেন স্বল্পতায় রো’গীর মৃ’ত্যু, স্বা’স্থ্যমন্ত্রীর পদত্যা’গ

জর্ডানে একটি সরকারি হাসপাতালে অক্সিজেন সংক’টের কারণে কয়েকজন রো’গীর মৃ’ত্যু হয়েছে। এরপরেই দেশটির স্বা’স্থ্যমন্ত্রী নাথির ওবেইদাত পদত্যা’গ ক’রেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ঘ’টনায় ৭ জনের মৃ’ত্যুর কথা জা’নিয়েছে।

এই ঘ’টনার পর এক সংবাদ সম্মেলনে স্বা’স্থ্যমন্ত্রী বলেন, সল্ট হাসপাতালে যে ঘ’টনা ঘ’টেছে তার সকল দায়ভার আমি গ্রহণ করছি। এই স’মস্যার সমাধান করা হয়েছে এবং হাসপাতালের রো’গীরা এখন অক্সিজেন পাচ্ছেন।

জা’না যায়, দেশটির রাজধানী আম্মানের পশ্চিমে সল্ট সরকারি হাসপাতালে এ ঘ’টনা ঘ’টেছে। হাসপাতালের নিবিড় পরিচর্যা কে’ন্দ্র, প্রসূতি ইউনিট ও করো’না ভা’ইরাসের ওয়ার্ডে কী কারণে অক্সিজেন দেখা দিয়েছিল তা এখনো জা’না যায়নি।

এদিকে, এ ঘ’টনায় মৃ’ত রো’গীদের ক্ষিপ্ত স্বজনরা হাসপাতালের গেটের সামনে জড়ো হয়েছেন। তাদের রুখতে সেখানে পু’লিশ মোতায়েন করা হয়েছে। প্রায় দেড়শো আত্মীয়-স্বজন হাসপাতালের সামনে জড়ো হয়েছেন বলে জা’না গেছে।