নেলপলিশ ব্যবহার করে অজু হবে কি

বর্তমান সময়ে মেয়েরা হরহামেশাই বিভিন্ন ধরনের নেলপলিশ নিয়ে থাকে। এমন ধরনের আরো কিছু প্রসাধনী আছে (যেমন: লিপস্টিক, মেহেদি) যা হারাম না হলেও ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। কেননা এতে অজুর ফরজ ভঙ্গের ঝুঁকি থাকে।

নেলপলিশ হাতের আঙুলে ব্যবহার করলে চামড়ার ওপর আস্তর পড়ে যায়। ফলে অজুর সময় আস্তরের ভেতরের অংশটুকু শুকনো থেকে যায়। অথচ অজুর ক্ষেত্রে নখে পানি লাগানো ফরজ।

তাই নেলপালিশ ব্যবহার করলে অজু হবে না। আবার একই কারণে ফরজ গোসলও আদায় হবে না। এ অবস্থায় নামাজ, কোরআন তেলাওয়াত কিছুই করা যাবে না। (আহসানুল ফাতওয়া : ২/২৭)

নেলপলিশ যদি নখের ওপর প্রলেপ তৈরী করে তাহলে অজুর আগে এই প্রলেপ তুলে ফেলা ছাড়া অজু শুদ্ধ হবে না। আর যদি মেহেদির মত পলিশের কোন প্রলেপ না থাকে তাহলে অজু শুদ্ধ হবে।