মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত এক করে কাজ করে যাওয়া আমরা প্রবাসীরা সব সময় চাই পরিবারে দুই টাকা বেশি পাঠাতে। টাকা পাঠানোর আগে থাকে নানান রকমের হিসাব। কিস্তি কত টাকা, বাবা মায়ের ওষুধ, বউ বাজার খরচ, বাজার খরচ, বাড়ি ভাড়া, বিভিন্ন রকমের বিলসহ আরো কত রকম হিসাব করে টাকা পাঠাতে হয়।
অনেক সময় ব্যাংকে গিয়ে টার্গেট পূরণ না হলে নিজের খরচের টাকা টুকু পর্যন্ত পাঠিয়ে দিতে হয়। ব্যাংক রেট যদি আগে থেকেই জানা থাকে এ ধরনের বিপাকে পড়তে হয় না, ব্যাংকে যাওয়ার আগেই হিসাব পাকাপোক্ত করা যায় টাকা পাঠানোর আগে সব সময় একটা চিন্তায় থাকি আমি যখন টাকা পাঠাবো রেট যেন কত থাকে! ইস না জানি কমে যায়!
ব্যাংকে যাওয়ার পরে নিশ্চিত হওয়া যায় রেট কত টাকা আছে। তবে হ্যাঁ এটা সত্য যে যেকোনো সময় টাকার রেট কমতে পারে অথবা বাড়তেও পারে। এটা সেকেন্ডের মধ্যেই পরিবর্তন হতে পারে। তবে আহামরি যে পরিবর্তন হবে তা নয়। কয়েক পয়সা ওঠানামা করতে পারে। তো চলুন দেখে নেয়া যাক আজকের ব্যাংক রেট কত আছে।
আজ ২০ ফেব্রুয়ারী MYR (মালয়েশিয়ান রিংগিত) 1 = 20.96 ৳ (তথ্যটি ইনটারনেট থেকে নেওয়া হয়েছে, টাকার এই মান পরিবর্তনশীল) গতকাল ১৯ ফেব্রুয়ারী MYR (মালয়েশিয়ান রিংগিত ছিলো) 1 = 20.99 ৳
হু’ন্ডিতে রেমিটেন্স পাঠানো একটি অবৈধ পন্থা, এই পথে টাকা পাঠাবেন না। আপনারা ব্যাংকের মধ্যমে বাংলাদেশে টাকা পাঠান এতে আপনার টাকার গ্যারান্টি আছে, বাংলাদেশের রেমিটেন্স বাড়বে দেশের উপকার হবে। প্রতিদিন আপডেট পেতে আমাদের পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করে এক্টিভ থাকুন। যে যেখানে আছেন নিরাপদে থাকুন, আনন্দময় হোক আপনার সারাদিন।