ভাবীকে ভাগিয়ে বিয়ে, ৩৬ বছর পর দম্পতি গ্রেফতার!

ভাবীকে ভাগিয়ে বিয়ে করার ৩৬ বছর পর ফেনীর সোনাগাজীর নাছির উদ্দিন(৬০) ও পেয়ারা বেগম(৫০) নামে সা’জাপ্রাপ্ত পলা’তক এক দম্পতিকে গ্রে’ফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রামের আকবর শাহ থানাধীন সিটি গেট এলাকা থেকে তাদের গ্রে’ফতার করা হয়।

গ্রে’ফতার’কৃত নাছির উদ্দিন আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের মৃ’ত বজলুর রহমানের ছেলে ও পেয়ারা বেগম নাছির উদ্দিনের স্ত্রী। এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯৮৫ সালে প’র’কীয়া করে তার ভাই মাহবুবের রহমানের বিয়ে করা স্ত্রী পেয়ারা বেগমকে ভাগিয়ে বিয়ে করেন নাছির উদ্দিন। ১৯৮৫ সালের জানুয়ারি মাসে মাহবুবের রহমান বাদী হয়ে ভাই নাছির উদ্দিন ও তার স্ত্রীকে আ’সা’মি করে তৎকালীন সময়ে দ’ণ্ডবিধি ৪৯৬/৩৭৯/৩৪ ধারা মোতাবেক প্র’তারণামূ’লক ভাবে অন্যের স্ত্রীকে বিয়ে করার অপ’রাধে মা’ম’লা দায়ের করেন।

এরপর ১৯৮৫ সালের ৫ অক্টোবর ওই দম্পতিকে ১ বছরের স’শ্রম কারা দ’ণ্ডাদেশ দেন তৎকালীন সোনাগাজী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিয়ের পর থেকে চট্টগ্রামে গিয়ে পেয়ারা বেগমকে নিয়ে নতুন সংসার গড়েন নাছির উদ্দিন।

চট্টগ্রামের বিভিন্নস্থানে বসবাসের পর সর্বশেষ চট্টগ্রামের আকবর শাহ থা’নাধীন সিটি গেট এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন তারা। এমনকি তাদের সংসারে রয়েছে ৪ ছেলে সন্তান।

আরও জানা গেছে, আগের স্ত্রীকে হারিয়ে আরেকটি বিয়ে করে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রামে স্ত্রী সন্তানদের নিয়ে বসবাস করছেন নাছিরের ভাই মাহবুবের রহমান।