সিলেটের ফেঞ্চুগঞ্জে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওপর অ’ত’র্কি’ত হা’ম’লার ঘ’টনা ঘ’টেছে। এতে তিনিসহ বেশ কয়েকজন আ’হত হয়েছেন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলাম বাজার আল ফুরকান মসজিদে জোহরের নামাজ আদায় করে সিলেটে ফেরার পথে হা’ম’লার শি’কার হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, লা’ঠিসো’টা, কা’ঠের রোল ইত্যাদি নিয়ে ১০/১২ জন এ’লোপা’তা’ড়িভাবে এ হা’ম’লা চা’লায়। এতে শায়খের গাড়ির সব গ্লাস ভে’ঙে যায়। গাড়ির বিভিন্ন অংশ দু’ম’ড়ে-মু’চ’ড়ে যায়। পরে আ’ক্র’ম’ণকা’রীরা গাড়ির ভেতরে হা’ম’লা চা’লিয়ে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আয়োজক আতিকুর রহমান মিঠু, শায়খের সফর সঙ্গী হুমায়ুন কবির রিপনসহ আরও দুইজনকে আ’হত করে।
চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এসে তাদের উ’দ্ধার করেন। গ্রামের ভেতরে স’ন্ত্রা’সী হা’ম’লার ঘট’নায় গ্রামবাসী, আশপাশের জনতা ক্ষি’’প্ত হয়ে হা’ম’লাকা’রীদের ওপর পা’ল্টা হা’ম’লা করে ও তাদের ৩টি মোটরসাইকেল পু’ড়ি’য়ে দেয়। হা’ম’লাকা’রীদের চারজনকে আট’কে রাখে স্থানীয় জনতা। পরে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আ’টক করে।
এ ব্যাপারে আয়োজক শওকত হোসেন শামিন বলেন, এরকম ঘৃ’ণ্য আ’ক্র’ম’ণের নি’ন্দা জানাই। গ্রামের ভেতরে মেহমানদের ওপর এরকম হা’ম’লা কোনোভাবেই যৌ’ক্তিক নয়। এ ব্যাপারে আমরা কমিটি বসে পরবর্তী সিদ্ধান্ত নিব।
আ’হ’তদের ব্যাপারে তিনি বলেন, তারা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সিলেট শহরে গেছেন। শায়খ হাতে আ’ঘা’ত পেয়েছেন। এক্স-রে রিপোর্ট আসলে বাকিটা বোঝা যাবে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়াত হোসেন বলেন, আমরা যাদেরকে আটক করেছি এদের নাম ঠিকানা সংগ্রহ করেছি। এরা কি করে, কেন ওই জায়গায় গিয়েছিল এসব খোঁজ নিচ্ছি। খোঁজ-খবর নেওয়ার পরে বিস্তারিত বলা যাবে।