ওমানে ম’র্মা’ন্তি’ক সড়ক দু’র্ঘ’ট’নায় ৫ বাংলাদেশী প্রবাসীর মৃ”ত্যু- আ’হত ৫

ম’র্মা’ন্তি’ক এক সড়ক দু’র্ঘ’ট’নায় মধ্যপ্রাচ্যের ওমানের দুকুম শহরে ৫ বাংলাদেশি নাগরিকের মৃ’’ত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) ওমানের স্থানীয় সময় ভোর ৬ টার দিকে এই দু’র্ঘ’ট’না ঘ’টে।

দু’র্ঘ’ট’নায় নি’’হ’তদের সকলেই চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। এই ঘ’টনায় আরও দুজন আ’শং’কাজ’নক অবস্থায় দুকুম হাসপাতালে আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন রয়েছে।

ওমান প্রবাসী মিজানুর রহমান ফরহাদ দু’র্ঘ’ট’না এবং হ’তাহ’তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ’রাতে আরব সাগরে ফিশিংয়ের ডিউটি শেষে ১০ জন সহকর্মী মিলে নি’পুল থেকে দুকুম শহরে তাদের বাসায় ফিরছিলেন।

ফেরার পথেই এই দু’র্ঘ’ট’না ঘ’টে। এই ঘ’ট’নায় নি’হ’ত ৫ জন হলেন মিনহাজ, ফারুক, মামুন, রুবেল ও মিলাদ। অন্যদিকে আইসিইউতে চিকিৎসাধীন ২ জন হলেন দিদার ও আশরাফ। এদের সকলেই চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা।’

এই ঘ’ট’নায় গাড়িতে থাকার অন্য ৩ জন আ’রো’হী আ’হ’ত হলেও তারা আ’শ’ঙ্কামু’ক্ত বলে দুকুম হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন ওমান প্রবাসী ফরাদ।

যে তিনজন আ’হ’ত কিন্তু আ’শং’কামু’ক্ত তাদের দুজনের নাম জানা গেছে। তারা হচ্ছেন মাইনউদ্দিন ও ইসমাইল। দু’র্ঘ’ট’নায় পড়া গাড়িতে থাকা ১০ জনের ৯ জনই সন্দ্বীপের। অপরজন ফেনীর।

Share