তিনজনের যাবজ্জীবন, পাঁচজনের ২০ বছর জে’ল

মানবতাবিরো’ধী অপরাধের মা’মলায় ময়মনসিংহের তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই স’ঙ্গে পাঁচজনকে ২০ বছরের কারাদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় ঘো’ষণা করা হয়। সদস্য বিচারপতিরা হলেন আমির হোসেন ও আবু আহমেদ জমাদার। বি’স্তারিত আ’সছে…

আরো পড়ুন: কাতারে মরুভূমিতে বাংলাদেশিদের সবজি চাষ কাতারের রাজধানী দোহা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূ’রে আল ওকির মরুভূমির মধ্যে সবুজে’র সমা’রোহ। চার প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা গড়ে তুলছেন কৃষি খামা’র। সবজি চাষের পাশাপাশি মুরগি পা’লন, পুকুর বানিয়ে মাছের চাষও করছেন তারা।

২০ জনের মতো প্রবাসী বাংলাদেশি শ্রমিক কাজ করেন এ খামা’রে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠের কাজে ব্যস্ত থাকেন তারা। করলা, ঝিঙা, চিচিঙ্গা, লাউ, শিমসহ নানা ধ’রনের শাকসবজি চাষ করেন এখানে।

কয়েকজন জা’নান, এখানে দেশি শাকসবজি উৎপাদন করছি। করলা লাউ, শিমসহ শীতকালীন সবজি ভালো উৎপাদন হচ্ছে।প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা মনিরুল ইসলাম বলেন, তিন বছর আগে কাতারি নাগরিকের কাছ থেকে ভাড়া নিই। জমিতে সবজির পাশাপাশি ঘাসের উৎপাদনও করছি।