বিজিবির সঙ্গে ব’ন্দুকযু’দ্ধে ২ রোহিঙ্গা নি’হ’ত!

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবির সঙ্গে গো’লাগু’লিতে দুজন নি’হ’ত হয়ে’ছেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া চাকমাপাড়ার পাহাড়ের ঢালুতে এ গো’লাগু’লির ঘ’টনা ঘটে। বিজিবির দাবি, নি’হ’তরা ই’য়া’বা ব্য’বসায়ী। তাদের কাছ থেকে এক লাখ পিস ই’য়াবা জ’ব্দ করা হ’য়েছে। এ ঘটনায় দুই বিজিবি সদস্য আ’হ’ত হয়েছেন।

নি’হ’ত’রা হলেন- উখিয়ার কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প-১, ব্লক-বি/৩ এর ফোরকান আহমেদের ছেলে জোবায়ের (২৮) ও ব্লক-সি এর মৃ’ত আমির হামজার ছেলে দীল মোহাম্মদ (২৫)।সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজারস্থ ৩৪ বিজিবির অধি’নায়কের পক্ষে সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন এক বার্তায় জানান,

কতিপয় ই’য়াবা ব্যব’সায়ী মিয়ানমার থেকে বিপুল পরিমাণ মা’দ’ক বাংলাদেশে প্রবেশ করতে পারে-এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল ঘুমধুম ইউনিয়নের গর্জনবুনিয়া চাকমাপাড়া পাহাড়ি ঢালুতে অবস্থান নেয়। রাতে ৫-৬ জনের একটি দল পাহাড়ি এলাকা দিয়ে আসতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে।

কিন্তু তারা দুভাগে বিভক্ত হয়ে বিজিবিকে এ’লোপা’তাড়ি গু’লি ব’র্ষ’ণ শু’রু করে। এ সময় বিজিবিও তাদের জান-মাল র’ক্ষার্থে পা’ল্টা গু’লি ছো’ড়ে। এক পর্যায়ে তারা পাহা’ড়ের জ’ঙ্গলে পা’লিয়ে যায়। পরে বিজিবির টহল দল ঘট’নাস্থল থেকে এক লাখ ই’য়াবা,

দেশীয় তৈরি দুটি একনলা ব’ন্দু’ক, ৪টি কা’তুর্জ ও দুটি খা’লি খোসা উ’দ্ধার করে। এছাড়াও অজ্ঞা’তনামা দুজ’নকে গু’লিবি’দ্ধ অ’বস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃ’ত ঘো’ষণা করেন।

এ সময় বিজিবির দুই সদস্য আ’হ’ত হন। তাদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির সহকারী পরিচালক মো. ইয়ার হোসেন।