সস্ত্রীক ভ্যাকসিন নিলেন পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর রোববার দুপুর ১২টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভ্যাকসিন নিয়েছেন। এ সময় মন্ত্রীর স্ত্রী নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হাছিনা গাজীও ভ্যাকসিন নেন।

এরপর পাটমন্ত্রী বাংলাদেশের মানুষের জন্য খুব দ্রুততার সঙ্গে কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, আমি ভ্যাকসিন নিয়েছি, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সবাইকে কোভিড-১৯ ভ্যাকসিনের বিরুদ্ধে অপপ্রচার থেকে দূরে থাকার অনুরোধ করেন।

ভ্যাকসিন নেয়ার আগে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, এই ভ্যাকসিন আমাদের আগ্রহ সহকারে গ্রহণ করা উচিত। আমি ও আমার স্ত্রী আজ এসেছি ভ্যাকসিন নিতে। আমরা শুরুতেই এই ভ্যাকসিন গ্রহণ করতে চাই। সবাইকে দেখাতে চাই এতে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া নেই।