চতুর্থ দিনশেষে চালকের আসনে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট জিততে শেষ দিনে ৭ উইকেট নিতে হবে বাংলাদেশ দলের, ওয়েস্ট ইন্ডিজের হার এড়াতে দরকার ২৮৫ রান। চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে জয়ের পথেই আছে বাংলাদেশ, শেষ দিনে ওয়েস্ট ইন্ডিজের ৭ উইকেট তুলে নিতে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয় পাবে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান, ৩ টি উইকেটই নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। জিততে হলে রেকর্ডই গড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে, বাংলাদেশের মাটিতে ৩১৭ রানের বেশি তাড়া করে জয় নেই একটিও। কঠিন এই বাস্তবতায় ৩৯৫ রানের বিশাল লক্ষ্যে জয় পেতে হলে দারুণ একটা শুরু প্রয়োজন ছিল,

সেটা বিবেচনায় রেখেই সাবধানী শুরু করেন ওয়েস্ট ইন্ডিজ দলের দুই ওপেনার ব্রাথওয়েট ও জন ক্যাম্পবেল। উদ্বোধনী জুটিতে দুজনে গড়েন ৩৯ রানের জুটি, ৫০ বলে ৪ চারে ২৩ রান করা জন ক্যাম্পবেলকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রো এনে দেন মেহেদি হাসান মিরাজ।

প্রথম উইকেট পেতে ১৬ ওভার অপেক্ষা করতে হলেও নিজের পরের ওভারেই বাংলাদেশকে দ্বিতীয় উইকেটও এনে দেন ডানহাতি এই স্পিনার। ৫৩ বলে ২ চারে ২০ রান করা অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েটের দুর্দান্ত ক্যাচ নেন ইয়াসির আলী রাব্বি, ৪৮ রানে ২ উইকেট হারিয়ে নিজেদের কাজটাকে আরও কঠিন করে তোলে ওয়েস্ট ইন্ডিজ।

তবে চতুর্থ দিনে ক্যারিবিয়ানদের আর কোন বিপদে পড়তে দেননি এনক্রুমাহ বোনার ও কাইল মায়ার্স, চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থেকেছেন তারা। চতুর্থ দিনশেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান, ওয়ানডে স্টাইলে ব্যাট করা মায়ার্স ৫০ বলে ৭ চারে ৩৭ ও বোনার ৬৩ বলে ১ চারে ১৫ রানে অপরাজিত আছেন।

জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ২৮৫ রান, বাংলাদেশের হয়ে মেহেদি হাসান মিরাজ ৫২ রান খরচায় ৩ উইকেট পেয়েছেন। এর আগে টসে জিতে ব্যাট করা বাংলাদেশ দল মেহেদি হাসান মিরাজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি, সাকিব আল হাসান ও সাদমান ইসলামের ফিফটিতে ৪৩০ রানের বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ দল।

জবাবে দ্রুত ৫ উইকেট হারালেও ক্রেইগ ব্রাথওয়েট, জারমেইন ব্ল্যাকউডের ফিফটিতে ভালোই করছিলো ওয়েস্ট ইন্ডিজ। তবে ৬ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৫৯ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পায় ১৭১ রানের।

মেহেদি হাসান মিরাজ ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন, ২ টি করে উইকেট নেন মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। দ্বিতীয় ইনিংসে মুমিনুল হকের সেঞ্চুরি ও লিটন দাসের ফিফটিতে ৮ উইকেটে ২২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ, জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়ায় ৩৯৫ রান।