দ্য ডে’র পর নতুন আরও একটি ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন দেশের আ’লোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। এ ছবির নাম ‘নেত্রী: দ্য লিডার’।
ছবিটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় অ’ভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা। অনন্তও অ’ভিনয় করবেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।
এ ছবির মাধ্যমে ভা’রতের জনপ্রিয় তিন খল অ’ভিনেতাকে এক করছেন অনন্ত। এদের মধ্যে একজন দক্ষিণ ভা’রতের জনপ্রিয় অ’ভিনেতা কবির দুহান সিং। মূলত তিনি খলনায়কের ভূমিকায় অ’ভিনয়ের জন্য বিখ্যাত। তার অ’ভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হচ্ছে- ‘কিক-২’, ‘ভেদালাম’, ‘ডিক্টেটর’, ‘সরদার গাব্বার সিং’, ‘সুপ্রিম’, ‘কাঞ্চনা-৩’ ইত্যাদি।
আরেকজন ভোজপুরী অ’ভিনেতা রবি কিষান। ২০০৬ সালে রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে বেশ পরিচিতি পান এ অ’ভিনেতা। ২১০২ সালে ‘ঝলক দিখলা যা’ প্রতিযোগিতায়ও অংশ নিয়েছেন তিনি। রবি কিষান বর্তমানে ভা’রতের সংসদ সদস্য। তবে অ’ভিনয়েও নিয়মিত তিনি। তার অ’ভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘সবচে বড়া চ্যাম্পিয়ন’, ‘লাকি : দ্য রেসার’, ‘মা’রজাভান’, ‘বাটলা হাউজ’ ইত্যাদি।
তৃতীয় অ’ভিনেতা হচ্ছেন প্রদীপ রাওয়াত। তিনিও দক্ষিণ ভা’রতীয় অ’ভিনেতা। তবে আমির খানের সুপারহিট ছবি ‘গজনী’র ভিলেন হিসাবেই বেশি পরিচিত। এ অ’ভিনেতার ঝুলিতেও রয়েছে অনেক হিট ছবি।
এবার এই তিন অ’ভিনেতাকে অনন্ত জলিল প্রযোজিত ‘নেত্রী: দ্য লিডার’ ছবিতে একসঙ্গে দেখা যাবে। এরই মধ্যে তিনজনের সঙ্গেই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনন্ত।
তিনি বলেন, ‘আমি আগেই বলেছি– যে ছবিই নির্মাণ করি না কেন, সব সময় চ’মক থাকবে। সেটারই ধারাবাহিকতা এটি। ভা’রতীয় এ তিন অ’ভিনেতার বিষয়টি চূড়ান্ত করেছি। শিগগির ছবিটির শুটিং শুরু করব আম’রা।’
ছবিটি প্রসঙ্গে বর্ষা বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক প্রজেক্ট। আমাদের এ নতুন ছবিতে তিনজন বিশ্বখ্যাত অ’ভিনেতা কাজ করছেন। শিগগির এ নিয়ে বিস্তারিত জানাব।’
এদিকে বাংলাদেশি ছবিতে প্রথমবার অ’ভিনয় প্রসঙ্গে কবির সিং ভা’রতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটি আমা’র চল্লিশতম সিনেমা। আমি ছবিতে খলনায়ক চরিত্রে অ’ভিনয় করছি, যে একজন স’ন্ত্রাসী হয়ে বিভিন্ন কলকাঠি নাড়ে। আশা করছি এটি আমা’র জন্য মাইলফলক হবে।’
আগামী ৭ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এ ছবি বিষয়ে একটি চুক্তি অনুষ্ঠিত হবে। সেখানে গণমাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন অনন্ত।