ভাসানচর যাচ্ছেন আরও দেড় হাজার রোহিঙ্গা

তৃতীয় দফায় ভাসানচর যাচ্ছে আরও অন্তত দেড় হাজার রোহিঙ্গা।

বৃহস্পতিবার দুপুরে, কড়া নিরাপত্তায় কক্সবাজারের উখিয়া থেকে রোহিঙ্গাদের বহনকারী ১৭ টি বাস চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাসে অন্তত ৫ শতাধিক রোহিঙ্গা রয়েছেন। উখিয়া ডিগ্রি কলেজ ক্যাম্পাসে অন্তত আরো ৩০ টির বেশি বাস রোহিঙ্গাদের নিয়ে যেতে অপেক্ষায় রয়েছে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় থেকে জানানো হয়, তৃতীয় দফায় স্বেচ্ছায় ভাসানচর যেতে আগ্রহী অন্তত দেড় হাজার রোহিঙ্গা। স্থানীয়রা জানান, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের জন্য গতকাল রাতেই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। উখিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাসে জড়ো করা হয় অন্তত ৫০ টি বাস।

এর আগে, গত ৪ঠা ডিসেম্বর কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন এবং গত ২৮ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৫ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল।