ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা এলাকায় ‘দূরন্ত পরিবহন’ নামে একটি লোকাল বাস উল্টে ৩ জন নি;হত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের আরও ১৫ যাত্রী। বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নি;হতদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। নি;হত পুরুষের পরিচয় জানা গেলেও এখনও ২ নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। নি;হত আ. রশীদ(৫৫) চুয়াডাঙ্গা জেলার পেয়ারাতলা এলাকার মো. আলমাসের ছেলে।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাহাতাব উদ্দিন জানান, দুপুর পৌনে ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাসদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
তিনি বলেন, উদ্ধার অভিযানে বাসের নিচ থেকে দুইজনের ও ভেতর থেকে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।
এছাড়াও ফায়ার সার্ভিসের গাড়িতে আহত ৭ জনকে এবং অন্যান্য আহত যাত্রীদের স্থানীয় পরিবহনে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, অন্তত ১৫ আহত যাত্রীকে হাসপা;তালে পাঠানো হয়েছে যার মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।
বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজার সড়ক বিভাজনের ওপর উঠে গেলে মহাসড়কের ওপরই বাসটি উল্টে যায়। আর এতেই হতাহতের ঘটনা ঘটে বলে তিনি জানান।