ভ্যাকসিন নেওয়ার পর পার্শ্বপ্র’তিক্রিয়ায় প্রান গেল ৫৫ জনের!!

এবার যু’ক্তরাষ্ট্রে করো’নার টিকা নেওয়ার পর পার্শ্বপ্র’তিক্রিয়ায় অ’ন্তত ৫৫ জনের মৃ’ত্যু হয়েছে। মডার্না ও ফাইজারের ভ্যাকসিন একস’ঙ্গে নেওয়ায় মৃ’ত্যু হয়েছে বলে দেশটির বেশ কয়েকটি গণমাধ্যমে এ তথ্য ওঠে এসেছে।

দ্য ভ্যাকসিন অ্যাডভা’র্স ইভেন্ট রিপোর্টিং সিস্টেম বলছে, একই স’ঙ্গে ফাইজার-বায়োএনটেক ও মডার্নার টিকা যারা নিয়েছেন তাদেরই মৃ’ত্যু হয়েছে। তবে, সরকারিভাবে এখনো তা নি’শ্চিত করা হয়নি। এমনকি বিষয়টি নিয়ে ভ্যাকসিন প্র’স্তুতকারী প্রতিষ্ঠান দুটিও কোনো মন্তব্য জা’নায়নি।

এদিকে যু’ক্তরাজ্যে পুরোদমে চলছে টিকাদান ক’র্মসূচি। দেশটির বড় বড় চার্চগুলো টিকাদানের কে’ন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। প্রথম ধাপে ৭০ বছরের বেশি বয়সীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এ ছাড়া বৃ’দ্ধাশ্রমে অব’স্থানরত, রো’গী ও স্বা’স্থ্যক’র্মী দের আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে টিকার আওতায় আনা হবে বলে জা’নিয়েছে দেশটির সরকার।

বেইজিংয়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে ভ্যাকসিনেশন কার্যক্রম। এখন পর্যন্ত অ’ন্তত ১৬ লাখ মানুষ টিকার আওতায় এসেছে। প্রথম ধাপে যাদের টিকা পাওয়ার কথা ছিল, তারা সবাই পেয়েছেন বলে দা’বি করেছে বেইজিং ক’র্তৃপক্ষ।

আর্জেন্টিনায় রাশিয়ার তৈরি স্পুটনিক ফাইভ ভ্যাকসিনের দ্বিতীয় চালান পৌঁছে গেছে। শনিবার অ’ন্তত তিন লাখ ডোজ আসে দেশটিতে। প্রথম দ’ফায় যে স্বা’স্থ্যক’র্মী রা টিকা নিতে পারেনি এবার সবার আগে তাদের টিকা দেওয়ার কথা জা’নিয়েছে দেশটির স্বা’স্থ্য মন্ত্রণালয়।