যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। পেনসিলভ্যানিয়ায় জয়ের ফলে তার মোট ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৭০-এর বেশি।

পেনসিলভেনিয়ায় জিতে গেছেন জো বাইডেন। আর এতে করে তার ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৪ এ। ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট তিনিই হতে যাচ্ছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।

আর এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেকটোরাল কলেজ ভোট।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত হবে হলে একজন প্রার্থীকে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হয়।