জেলা ছাত্রলীগ সভাপতির বিচার চাইলেন তারই আপন বোন

ভোলায় জে’লা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম চৌধুরী পাপন এর বি’রুদ্ধে তার আপন ছোট বোনকে নি’র্যাতনের পাশাপাশি জাল ওয়ারিশ সনদ তৈরি করে সম্পত্তি থেকে বঞ্চিত করার অ’ভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সভাপতির একমাত্র ছোট বোন পাপিয়া চৌধুরী এই অ’ভিযোগ করেন।

তিনি বলেন, ২০১৬ সালে বাবা বাবুল চৌধুরী মা’রা যাওয়ার পরে আমার বড় ভাই পাপন চৌধুরী ছাত্রলীগ এর ক্ষমতার

অ’পব্যবহারে করে গো’পনে ভোলা পৌরসভা থেকে ভুয়া ওয়ারিশ সনদ করে সব সম্পত্তি নিজের নামে নেয়ার চেষ্টা করে। তাই বাবার সম্পত্তি ফিরে পাওয়ার পাশাপাশি পা’ষন্ড ভাইয়ের নিযার্তনের বিচার দাবি করছি।

জানা যায়, এ ঘটনায় তার বোন বাদি হয়ে গত ১ নভেম্বর ভোলা থানায় মা’মলা করলেও পুলিশ তাকে গ্রে’প্তার করতে

পারেনি। উল্টো মা’মলা করায় পাপনের পক্ষ থেকে তাদের চাচা আলামিন চৌধুরী হু’মকি দিচ্ছে। এমনকি মা’মলা তুলে

নিতে চা’প দিচ্ছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ,পাপিয়ার স্বামী মো. মাজেদু রহমান ও তাদের স’ন্তান।