সৌদি আরবে সড়ক দু;র্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃ;ত্যু

মধ্যপ্রচ্যের দেশ সৌদি আরবের মক্কায় এক সড়ক দু;র্ঘটনায় মো. আনোয়ার (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশির ই;ন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আনোয়ার বাংলাদেশের কক্সবাজার জেলা সদরের ইসলামাবাদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইসলামাবাদ দারুসসালাম দাখিল মাদরাসার দাতাসদস্য মৃ;ত জালাল আহমেদের ৩য় ছেলে।

আজ ১ নভেম্বর রবিবার সকালে নি;হ;তে;র ছোট ভাই ইব্রাহিম চৌধুরী বিল্লু বলেন, শনিবার দিবাগত রাত ১২টায় মক্কা জাবালে নূরের সারা আর বাইন এলাকায় রাস্তায় চলাচলের সময় পেছন দিকে আসা একটা জিপ ধা;;ক্কা দিলে ঘটনাস্থলেই আনোয়ারের মৃ;;ত্যু হয়।

জানা গেছে, নি;হ;ত আনোয়ারের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তিনি পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে মক্কায় বসবাস করতেন।
মক্কায় আসবাবপত্রের দোকানে কাজ করতেন তিনি। তার লা;শ মক্কার একটি হাসপাতালের হি;মঘরে রাখা হয়েছে।

এর আগে, গত ৩০ অক্টোবর শুক্রবার সকালে মক্কা নগরীর খালেদিয়া এলাকায় কাজ করার সময় দ্রু;তগতির একটি গাড়ির চা;পায় ঘ;টনাস্থলেই মা;রা যান প্রবাসী বাংলাদেশি শাহ মো. ইমরান (৪০)।তিনি কিশোরগঞ্জের কাটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের দক্ষিণ চাতল গ্রামের মৃ;ত শাহ মো. ছিতু মিয়ার ছেলে।

সংসারে সচ্ছলতার আশায় চার বছর আগে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বৃদ্ধ মাকে রেখে সৌদি আরবে আসেন শাহ মো. ইমরান। মক্কা নগরীতে তিনি একটি প্রতিষ্ঠানের হয়ে সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতেন।

প্রবাসী সেলিম আহমেদ জানান, প্রতিদিনের মতো গত শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে সড়ক পরিচ্ছন্নতার কাজে যোগদানের পর পরই পেছন থেকে দ্রু;তগতির একটি গাড়ি ইমরানকে চা;পা দিলে ঘ;টনাস্থলেই তার মৃ;ত্যু হয়।