সৌদিতে দু’র্ঘটনায় ইমরানের মৃ’ত্যু, সুখের স্বপ্ন পিষ্ট হলো গাড়িচাপায়

সৌদিআরবে ম’র্মা’ন্তিক এক সড়’ক দু’র্ঘ’টনায় শাহ মো. ইমরান (৪০) নামে এক বাংলাদেশী নি’হ’ত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে সৌ’দিআরবের মক্কা নগরীতে কাজ করার সময় দ্রুতগতির একটি গাড়ির চাপায় ঘ’টনাস্থলেই তার মৃ’ত্যু হয়।

নি’হ’ত শাহ মো. ইম’রান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মু’মুরদিয়া ইউনিয়নের দক্ষিণ চাতল গ্রামের মৃ’ত শাহ মোঃ ছিতু মিয়ার ছেলে।

প্রবাসে স’ড়ক দু’র্ঘ’টনায় শাহ মো. ই’মরানের এই মৃ’ত্যু যেন সু’খের স্বপ্ন গা’ড়ির চাকায় পিষ্ট হওয়ার মতো। দু’র্ঘ’টনার নি’হ’ত হওয়ার খ’বরটি বাড়িতে পৌঁ’ছার পর থেকে পরিবারে কা’ন্নার রোল পড়েছে।

জানা যায়, চার বছর আগে স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও বৃ’দ্ধ মাকে রেখে সংসারে সচ্ছলতার আশায় ইমরান সৌদি আরবে যান। সেখানে মক্কা নগরীতে তিনি সড়ক পরিচ্ছন্নতার কাজ করেন।

প্রতিদিনের মত শুক্রবার (৩০ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ১০টায় সড়ক পরিচ্ছন্নতার কাজে যোগদানের পর পরই পেছন থেকে দ্রু’তগতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।

তার সহ’কর্মী বাংলাদেশী এখলাছ উদ্দিন মো’বাইল ফোনে ইমরানের স্ত্রী’কে সড়ক দু’র্ঘ’টনায় ই’মরানের নি’হ’ত হওয়ার সংবাদ দিলে তার গ্রামের বাড়িতে শো’কের ছায়া নেমে আসে।

ইমরানের স্ত্রী আ’সমা আ’ক্তার জানান, অনে’ক’দিন যাবত ইমরান বাড়ি আ’সার জন্য চেষ্টা করছি’লেন। কিন্তু করো’নাভাইরাসের কারণে দেশে আস’তে পারছিলেন না।

আস’মা আ’ক্তার বলেন, ক’রোনাভাইরা’সের প্রভাব মু’ক্ত হলেই দেশে আসবে বলে জানিয়েছিল। কিন্তু আমার স্বামী যে এভাবে মা’রা যাবে তা ভা’বতেই পারছি না। স্বামীর লা’শ দ্রুত দেশে আনার প্র’য়োজনীয় ব্যব’স্থা গ্রহণের জন্য সর’কারের নি’কট তি’নি দা’বি জা’নান।

স্থা’নীয় ইউপি সদস্য শাহ মোঃ মা’মুন ওরফে দু’লাল বলেন, তার সহকর্মীর মো’বাইল ফো’নের মা’ধ্যমে আ’মরা সংবাদ পাই। লা’শ দ্রু’ত দে’শে আনার প্রয়ো’জনীয় ব্য’বস্থা গ্র’হণের জ’ন্য সরকা’রের নি’কট দা’বি জা’নাই।