কক্সবাজারে পু’লিশের গু”লিতে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হ”ত্যা মা’মলার ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন র্যা’ব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর রমনা কালীমন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এসময় তিনি জানান, যত দ্রুত সম্ভব মা’মলার চার্জশিট দেয়া হবে।
রেব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সিনহা হ”ত্যার ত’দন্তের অগ্রগতি আছে। ইতিবাচক অগ্রগতি আছে। আম’রা হয়তোবা শিগগিরই এটার একটা নি’ষ্পত্তি করতে পারব।
আম’রা আশা করছি, যত তাড়াতাড়ি সম্ভব এই মা’মলার নিষ্প’ত্তি করা হবে।’ রেবের কর্মক’র্তারা জানিয়েছেন, ওই চেকপোস্টটি এপিবিএন পরিচালনা করছিল। অ’ভিযু’ক্ত সদস্যরা সেই সময় সেখানে দায়িত্ব পালন করছিলেন।
মেজর (অব) সিনহার গাড়িটিও এই সদস্যরা থামিয়েছিলেন। মা’মলার ত’দন্তে ঘটনার সময় এপিবিএনের এই সদস্যদের সম্পৃক্ততা পাওয়া যায়। হ’ত্যাকা’ণ্ডের আগে এবং পরে তারা লিয়াকতসহ অন্য অ’ভিযু’ক্ত সদস্যদের সহায়তা
করেছিলেন বলে ত’দন্তে পাওয়া গেছে বলে জানিয়েছেন রেবের কর্মক’র্তারা। বাহারছড়া পু’লিশ ক্যাম্পের ইনচার্জ লিয়াকতের গু’লিতে তিনি নি’হত হলেও এই চে