স’ন্ত্রা’সী হা’ম’লায় নি’’হ’ত প্রবাসী বাংলাদেশী মুত্তাকিন

ব্রাজিলে দু’র্বৃ’ত্তের গু”লিতে মৌলভীবাজারের উপজেলার বড়লেখার এক যু’বক নি”হ’ত হয়েছেন। তার নাম মুত্তাকিন আহমদ রায়হান (২৩)। গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ব্রাজিলের সাওপাওলো শহরে এই

ঘ’টনা ঘ’টে। নি”হ’ত রায়হান বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রায়হানের মৃ”ত্যুতে তার পরিবার সহ পুরো উপজেলা শো’কের ছা’য়া নে’মেছে।

নি”হ’তের পারিবার ও ব্রাজিল প্রবাসী সূত্রে জানা গেছে, জীবিকার তাগিদে কয়েক বছর আগে ব্রাজিলে পাড়ি জমান রায়হান। সেখানে তিনি ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো রায়হান শুক্রবার সন্ধ্যায় ট্যাক্সি নিয়ে বের হন। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সাওপাওলো শহরে দু’র্বৃ’ত্তরা তাকে গু”লি করে হ”ত্যা করে।

রায়হানকে হ”ত্যার দৃশ্য সাওপাওলো শহরের একটি সিসি ক্যামেরায় ধ’রা প’ড়েছে। ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এক মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, রায়হান তার সাদা রঙের ট্যাক্সি

রাস্তার পাশে দাঁড় করান। এরপর ওই গাড়ি থেকে এক তরু’ণী নেমে আসেন। হঠাৎ তিন দু’র্বৃ’ত্ত ওই গাড়ির কাছে যায়। কিছুক্ষণ পর তারা গাড়িতে থাকা রায়হানকে গু’’লি করে দৌ’ড়ে পা’লিয়ে যায়।

তবে কী কারণে রায়হান খু”ন হয়েছেন, সে বিষয়ে এখনও স্প’ষ্ট কোনও তথ্য জানা যায়নি। তবে স্থানীয় প্রবাসী একটি সূত্র জানিয়েছে, টাকা ছি’নতা’ইয়ের উদ্দেশ্যে দু’র্বৃ’ত্তরা রায়হানকে গু’লি করে হ”ত্যা করতে পারে বলে ধারণা।

এদিকে খবর পেয়ে ব্রাজিলের স্থানীয় পুলিশ লা”শ উ’দ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ম’র্গে পাঠি’য়েছে। একইসঙ্গে হ”ত্যা রহ”স্য উ’দ্ঘা’টনের জন্য মাঠে নেমেছে ব্রাজিল পুলিশ।

কয়েকজন ব্রাজিল প্রবাসী রায়হানের পরিবার ও গ্রামের লোকজনের সাথে মোবাইল ফোনে কথা বলেন। তারা জানান, রায়হান খুব ভালো ছেলে ছিল। মাঝেমধ্যে তাদের সাথে ওর দেখা হতো। কয়েক বছর আগে সে ব্রাজিলে এসেছে। এখানে সে ট্যাক্সি চালিয়ে রোজগার করতো। শুক্রবার রাতেও সে ট্যাক্সি নিয়ে বেরিয়েছিল।

তবে রায়হানকে খু”নের দৃশ্য সিসি ক্যামেরার ফুটেজে দেখলেও কারণ তারাও বলতে পারেননি।

এ বিষয়টি নিশ্চিত করেন বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন।

তিনি জানান, খবর পেয়ে তিনি রায়হানের বাড়িতে যান। সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এছাড়াও কয়েকজন ব্রাজিল প্রবাসীর সঙ্গে তার ফোনে কথা হয়েছে বলে জানান।রায়হানরা ২ ভাই ও ৩ বোন। সে কয়েক বছর আগে ব্রাজিলে গিয়েছিল।