অল্পের জন্য প্রা;ণে বেঁচে গেলেন কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি। মঙ্গলবার (১৩ অক্টোবর) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে বদির গাড়ি দু;র্ঘ;ট;নার কবলে পড়ে।
দু;র্ঘ;ট;নায় তাকে বহনকারী গাড়ির সামনের দিকের একপাশের অংশ দুমড়ে মুচড়ে গেলেও তার কোনো ক্ষতি হয়নি। দুর্ঘটনায় আবদুর রহমান বদি অক্ষত আছেন। তার গাড়ি চালক মো. নন্না মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে আবদুর রহমান বদি বলেন, কক্সবাজার থেকে মাম;লার হাজিরা দিতে চট্টগ্রাম যাওয়ার পথে লোহাগড়ায় পৌঁছালে সেখানে বিপরীতমুখী আসা একটি বিস্কুট কোম্পানির কাভার ভ্যান আমার গাড়িতে ধাক্কা দেয়। এ
সময় গাড়ির সামনের পাশের অংশ দুমড়ে মুচ;ড়ে যায়। আল্লাহ রহমতে আমি অক্ষত আছি। এদিকে দু;র্ঘ;টনা;র পর তিনি অন্য গাড়ি করে চট্টগ্রাম শহরে চলে যান বলে জানা যায়।
দোহাজারী হাইওয়ে থানার ওসি ইয়াছির আরফাত জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাভার ভ্যানটি আটক করে থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করব।