কলকাতা শহরে স্পার আড়ালে চলছিল যৌ;ন;ব্যব;সা। এমন অভিযোগে দুটি স্পাতে অভিযান চালানো হয়েছে। পুলি;শের অভি;যানে সেখান থেকে গ্রেফ;তার হয়েছেন বাং;লা সিরিয়ালের এক অভিনে;তাসহ ১৬ জন। শনিবার রাতে এ অভিযান চালানো হয়।
সিরিয়ালের যে অভিনেতা গ্রেফ;তার হয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্রেতা হিসেবে সেখানে গিয়েছিলেন। পু;লিশ কয়েকজন তরুণীকেও উদ্ধার করেছে।
কিছুদিন আগেই পুলিশের কাছে খবর আসে, ওই দুটি স্পা;তে যৌ;নব্য;বসা চালানো হচ্ছে। এরপর থেকেই স্পা দুটির উপর পুলি;শের নজর ছিল। শনিবার রাতে সেখানে অভিযান চালায় পু;;লিশ।
যাদের গ্রে;ফ;তার করা হয়েছে তাদের বি;রু;দ্ধে এ;কাধিক ধা;রায় মাম;লা দায়ের করা হয়েছে। কতদিন ধরে এই যৌনব্যবসা চলছে, এর পেছনে আর কেউ আছে কি না, তা তদন্ত করে দেখছে পু;লিশ।