কুয়েতে মোইতে ৪ বিভাগ বাদে প্রবাসীদের বেসরকারী খাতে বাসস্থান স্থানান্তরকর নিষি’দ্ধ

উপসাগরীয় দেশ কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে জনশক্তি কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সার্কুলারের ভিত্তিতে ৪ টি বিভাগ বাদে বেসরকারী খাতে প্রবাসীদের বাসস্থান স্থানান্তর করা নিষিদ্ধ ছিল।

শিক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে নিম্নলিখিত বিভাগগুলিতে স্থানান্তর করার অনুমতি দেওয়া হবেঃ

১- কুয়েতী মহিলাদের স্বামী এবং সন্তান এবং কুয়েতের স্ত্রীগণ।

২- যারা কুয়েতে জন্মগ্রহণ করেছেন

৩ – ফিলিস্তিনি জাতীয়

৪- স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে চিকিত্সা কার্যক্রম অনুশীলনের লাইসেন্স রয়েছে এমন প্রতিষ্ঠানের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষত প্রযুক্তিগত পেশার মালিকরা

এই ৪ ক্যাটাগরি বাদে অন্য কোনো ক্যাটাগরির প্রবাসীরা বেসরকারী খাতে বাসস্থান স্থানান্তরকর করতে পারবে না।

আজ ১০ অক্টোবর ২০২০ (শনিবার ) কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘােষণা করেছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করােনা ভাইরাসে জন আ’ক্রান্ত হয়েছে ৪৯২ জন এবং পাশাপাশি আরও ৬ জনের মৃ;ত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে আ;ক্রান্তে;র সংখ্যা দাঁড়িয়েছে ১,১০,৫৬৮ জনে।

আজকে সুস্থতা লাভ করেছেন ৬৯৮ জন।

এখন পর্যন্ত মৃ;ত্যুর সংখ্যা মোট : ৬৫৫ জন।

এখনো পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ১,০২,৭২২ জন।