স্ত্রী’র সঙ্গে বনিবনা না হওয়ায় ঝগড়া করে একেবারে মোবাইল টাওয়ারের ওপরে চড়ে বসলেন স্বামী। এমন উদ্ভট ঘটনা ঘটেছে ভা’রতের উত্তরপ্রদেশের মোরাদাবাদে। তেজপাল সিংহ নামে এক ব্যক্তি এই ঘটনা ঘটায়। তবে যেমনভাবে উঠেছিলেন ঠিক তেমনভাবেই নেমেও আসেন তেজপাল।
প্রথমে বোঝাই যায়নি, কেন ওই ব্যক্তি মোবাইল টাওয়ারের ওপরে উঠে বসে আছেন। স্থানীয় বাসিন্দারা রীতিমতো চিন্তায় পড়ে যান। দুর্ঘ’টনার ভ’য়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পু’লিশকেও খবর দেওয়া হয়।
ইতোমধ্যেই জানা যায়, ওই ব্যক্তি স্ত্রী’র সঙ্গে ঝগড়া করার পরেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। এই খবর জানাজানি হলে মজা দেখতেও প্রচুর মানুষ ভিড় করে।
ভিড় সামলানোর সঙ্গে সঙ্গে রাগ করে মোবাইল টাওয়ারে উঠেপড়া ব্যক্তিকে বোঝাতেও থাকে পু’লিশ। বেশ কিছুক্ষণ পরে মা’থা ঠান্ডা হলে নামতে শুরু করেন তেজপাল। যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ে সবার।
স্ত্রী’র বি’রুদ্ধে অনেক অ’ভিযোগ তেজপাল সিংহের। দুজনেরই এটা দ্বিতীয় বিবাহ। তবে এখন তেজপাল এই স’ম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। টাওয়ার থেকে নেমে তিনি বলেন, স্ত্রী’কে নিয়ে আমি আর পেরে উঠছি না।
আমাকে নানা রকম মি’থ্যে মা’মলায় ফাঁ’সাতে চায়। পু’লিশও আমা’র কথা শোনে না। আমি এই বউয়ের হাত থেকে মুক্তি চাই।